দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে যাবতীয় জট কাটিয়ে ও প্রতিক্ষার শেষে দীর্ঘ ২ বছর পর পুনরায় চালু হতে চলেছে পূর্বতন মাঝেরহাট ব্রিজ যা এখন পরিচিত হবে ‘জয় হিন্দ’ রেল ওভার ব্রীজ নামে। উল্লেখ্য, পূর্ব রেলওয়ে সেফটি কমিশন প্রয়োজনীয় ছাড়পত্র দিতেই রাজ্য সরকার উদ্ধোধনের তারিখ ঘোষণা করেছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী নতুন এই ব্রিজের নাম দিয়েছেন ‘জয় হিন্দ ব্রিজ’। আগামী কাল অর্থাত্ ৩’রা ডিসেম্বর বৃহস্পতিবার ‘জয় হিন্দ ব্রিজ’ এর উদ্ধোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
উল্লেখ্য, এই ব্রীজ খোলা নিয়ে গত ২৬’শে নভেম্বর তারাতলা মোড়ে বিজেপির বিক্ষোভ সমাবেশে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। এমনকি পুলিশ বিজেপি সমর্থকদের মধ্যে খন্ড যুদ্ধও হতে দেখা গিয়েছিলো। বিক্ষোভ ও অসন্তোষ চরমে উঠলে মন্ত্রী অরূপ বিশ্বাস অভিযোগ করেছিলেন, রেলের ছাড়পত্র না পাওয়ার জন্য এই ব্রিজ খোলা যাচ্ছে না। কিন্তু এরপর রেল একটি টুইট বার্তায় স্পষ্ট করে দিয়েছিলো যে ‘রাজ্যসরকারের পিডাব্লিউডি বিভাগ থেকে প্রয়োজনীয় সেফটি সার্টিফিকেট না পাওয়ার জন্য এই ব্রিজ খুলতে অনুমতি দিতে পারছে না রেল।”
অন্যদিকে এই ব্রীজ তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অনেকগুলি বিষয়। যেমন প্রথম ৪ মাসের মধ্যে ব্রিজের নকশা বদল হয়েছে, তারপর তৈরি ব্রিজেই ২৯ টি ভুল ছিল। আর একের পর এক সেই ভুল সংশোধন করতে অনেকটাই দেরী হয়ে গিয়েছে’। ভুল শুধরে তৈরি হয়ে থাক নতুন এই সেতুর জন্যে বাকি ছিল শুধু রেলের সেফটি সার্টিফিকেট। এবার সেটা হাতে এসে যেতেই ৩’রা ডিসেম্বর, বৃহস্পতিবার ‘জয় হিন্দ ব্রিজ’ এর উদ্ধোধন এর দিন ক্ষণ স্থির হয়েছে।
প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভেঙে পড়ে। তার পর অনেকটা সময় কেটে গিয়েছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর মত লোহার দড়িতে টাঙ্গানো নতুন রূপে মাঝেরহাট সেতু চালু হলে, বেহালা, নিউআলিপুর, ঠাকুরপুকুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হবে। এতে বাঁচবে সময় আর সেই সাথে বহু মানুষের রুজি রোজগার আবার আগের মত অবস্থাতে ফিরে আসবে এমনটাই মনে করছে স্থানীয় ব্যবসায়ীরা। রেল ওভার ব্রিজটি চালু হলে আগের ব্রেইলি ব্রীজটা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে পূর্ত দপ্তর।