দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল মধ্যরাতে আন্দোলনরত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আচমকাই পুলিশি হামলার শিকার হন। এদিন গভীর রাতে বলপ্রয়োগ করে তাদের হটিয়ে দেয় পুলিশ।জানা যায় ওই গভীর রাতে জোরপূর্বক তাদের বাসে তুলে শিয়ালদহ স্টেশন চত্বরে নামিয়ে দেওয়া হয় ।


উল্লেখ্য সাত বছর ধরে কোনো রকম নিয়োগ হয়নি রাজ্যের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। নিয়োগ প্রক্রিয়া কার্যত থমকে আছে। এই পরিস্থিতিতে দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার থেকে পথে নেমেছেন আন্দোলনকারীরা।একই সাথে বিকাশ ভবন ও আচার্য সদন অভিযানে সামিল হন তাঁরা।আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বিকাশ ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন। কিন্তু বৈঠকে জট কাটেনি।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান আগামী কাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ‘জয় হিন্দ’ ব্রিজের
উল্লেখ্য টেট উত্তীর্ণদের সমর্থন জানাতে অবস্থান মঞ্চে যান রাজ্যের সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং বিজেপি নেতা শমিক ভট্টাচার্য। কিন্তু এসবের মধ্যেই বুধবার মধ্যরাতে আচমকা পুলিশি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের এহেন আচরণে রীতিমতো ক্ষুব্ধ আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। পুলিশের এই আচরণে বিরোধীরা বলছেন “শাসকদল অন্য রাজ্যের পুলিশি অত্যাচার নিয়ে পথে নামে আর নিজের পুলিশ দিয়েই যোগ্য শিক্ষকদের ওপর অত্যাচার করছেন। একনায়কতন্ত্র চলছে মমতার রাজ্যে। মানুষ সব দেখছে। ২০২১ সে সব হিসেব বুঝিয়ে দেবে মানুষই।”
যদিও পুলিশের এই আচরণের বিষয়ে শিক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। চাকরি প্রার্থীদেরকে পুলিশ তুলে নিয়ে শিয়ালদহ স্টেশন চত্বরে ছেড়ে দেয়। সেখান থেকে আবার টেট প্রার্থীরা মিছিল করে মৌলালি’র দিকে যায়।