দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার কলকাতার পাতাল জুড়ে আরো ১৪ টি রেক দৌড়বে সোমবার থেকে। আপাতত দিনে কলকাতা মেট্রোর ১৯০টি রেক চলাচল করে। সূত্রের খবর অনুযায়ী আগামী সোমবার (৭ ডিসেম্বর) থেকে বাড়তে চলেছে কলকাতা মেট্রোর পরিষেবা। লকডাউনের পরে নতুন করে পরিষেবা শুরুর পর সকাল ৭ টা থেকে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করছিল। জানা গিয়েছে প্রাথমিকভাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত সাড়ে ১৫ ঘণ্টা মেট্রো পরিষেবা মিলবে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে নোয়াপাড়া এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ানো হচ্ছে। আপাতত সকাল আটটা থেকে রাত ১০ টা পর্যন্ত মেট্রো চলাচল করে। একইসঙ্গে বাড়ানো হচ্ছে রেকের সংখ্যা। আপাতত দিনে ১৯০ টি রেক চলাচল করে। সোমবার থেকে আরও ১৪ টি রেক দৌড়াবে। তার ফলে বেশিক্ষণ যেমন পরিষেবা দেওয়া যাবে, তেমনই সামাজিক দূরত্ববিধি মেনে চলতে পারবেন যাত্রীরা।
আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে ই-পাসের নিয়মেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন নিয়মে প্রবীণ, মহিলা এবং ১৫ বছরের নীচে যাত্রীদের ই-পাস প্রয়োজন হবে না। ই-পাস ছাড়াই দিনভর তারা মেট্রোয় চড়তে পারবেন। পড়ুয়াদের স্কুলের পরিচয়পত্র দেখালে মিলবে ছাড়। সেক্ষেত্রে অবশ্যই স্মার্টকার্ড থাকতে হবে। তবে প্রতিদিন সকাল ৭ টা থেকে সকাল ৮ টা এবং রাত ৮ টা রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত কোনও যাত্রীর ক্ষেত্রেই ই-পাস লাগবে না। বাকি সময় মেট্রোয় যাতায়াতের জন্য তাঁদের বাধ্যতামূলক ই-পাসের প্রয়োজন হবে। এখনই অবশ্য টোকেন চালু করা হচ্ছে না বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
মেট্রো সূত্রে খবর, গত ১১ নভেম্বর থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হবারপর মেট্রোর পরিষেবা বাড়ানো হয়েছিল কিন্তু তাতেও যাত্রী পরিষেবার চাপ সামাল দেওয়া যাচ্ছিল না। সেজন্য বেশিক্ষণ মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।