দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফিরহাদ হাকিমের পিছু ছাড়ছে না শীর্ষ আদালত। এবার মাত্র এক সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভার ভোটের দিন ঘোষণা করতে হবে জানিয়েছে আদালত। কলকাতা পুরসভায় প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। তাই নয়, আদালতের তরফে রাজ্যকে কার্যত জোর দিয়ে বলা হয়েছে যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত বাধ্য হয়েই প্রশাসক বসিয়ে দেবে। এরপরই সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শীঘ্রই এ বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।
এর আগে গত ৮ জুন মেয়াদ শেষ হওয়ার পর কলকাতা পুরসভায় ভোট না করিয়ে ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রশাসকমণ্ডলী বসানোর বিরুদ্ধে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে আগেই মামলা হয়ে গেছে। গত আগস্টে হাই কোর্টে ফিরহাদের নেতৃত্বাধীন প্রশাসক বোর্ড বাতিল করার আবেদন জানায় শরদকুমার সিং। পুরমন্ত্রীর নেতৃত্বে প্রশাসকমণ্ডলীকে কাজ চালিয়ে যেতে বলেও কোভিড পরিস্থিতি স্থিতিশীল হলেই যেন দ্রুত পুরনির্বাচন করা হয় এমন ও বলে দেয় হাই কোর্ট। কিন্তু হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে আপিল করেন শরদ সিং। আবেদন করেন, হাই কোর্টের রায় খারিজ করে আদালত নিযুক্ত কমিটির অধীনে পুরভোট করা হোক। সেই আপিলের শুনানিতে ফের ফিরহাদের প্রশাসনিক মণ্ডলী সম্মতি পেলেও আর যে মেয়াদ বাড়ানো যাবে না তাই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত।
কিন্তু অতিমারী আবহেও কেন ভোটের দিন দ্রুত ঘোষণার জরুরি নির্দেশ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা পুরসভা। তার জবাবে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের জানায় যে এই পরিস্থিতিতেই বিহার, অসম, হায়দ্রাবাদে নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। তাই কলকাতা পুরসভার ভোট না করার কোনও কারণ নেই। দিনক্ষণ যেদিনই ঠিক হোক না কেন, তা সাতদিনের মধ্যে জানাতেই হবে। এ প্রসঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “সু্প্রিম কোর্টের নির্দেশের কাগজপত্র হাতে পাই। তারপর এ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
.