দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গুরুতর অসুস্থ হয়ে পরেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ শ্বাসকষ্টে আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এ ব্যাপারে সিপিআইএম’ এর তরফ থেকে বুধবার দুপুর আড়াইটে পর্যন্ত কিছু জানানো হয়নি। এর পরেই প্রকাশ্যে আসে। শ্বাসকষ্ট গুরুতর হওয়াতে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন তিনি সিওপিডি (COPD)’র সমস্যায় ভুগছেন। সূত্রের খবর অনুযায়ী, শীতের মরসুম শুরু হওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল অর্থাত্ মঙ্গলবার থেকেই বুদ্ধদেববাবুর আংশিক শ্বাসকষ্ট শুরু হয়। তিনি দিন ও রাতের তাপমাত্রার তারতম্যে’র জন্যে খানিকটা দুর্বল হয়ে পড়েছেন। প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই ছিলেন ৭৬ বছর বয়সী এই বাম নেতা। তাঁকে চিকিৎসক ফুয়াদ হালিমের পর্যবেক্ষণেই ছিলেন ২৪ ঘণ্টা। এরপরে বাড়াবাড়ি হওয়ায় বুধবার তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে অক্টোবর মাসে দুর্গাপুজোর অষ্টমীর রাতে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন। সাক্ষাতের কিছু ছবিও তিনি টুইট করেছিলেন। সেই ছবিতে ফ্ল্যাটের ঘরের বিছানায় শয্যাশায়ী বুদ্ধদেবকে দেখা যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে সে সময় বেশ অসুস্থ ছিলেন সে কথা রাজ্যপাল নিজেই জানিয়েছিলেন।