দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে বুধবার সকালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁর করোনা পরীক্ষা করা হলেও সেই র্যাপিড টেস্টের ফল নেগেটিভ এসেছে। আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ পাওয়া খবর অনুযায়ী শরীরে তাঁর অক্সিজেনের মাত্রাও কিছুটা স্বাভাবিক হয়েছে। এই মূহুর্তে রক্তে অক্সিজেনের মাত্রা ৯৫%।
আজ উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসার পর বর্ষীয়ান এই কমরেডকে প্রথমে রাখা হয় ফ্লু ক্লিনিকে। সেখানে করোনা পরীক্ষা ছাড়াও প্রাথমিক বেশ কিছু পরীক্ষা করিয়ে তাঁকে ICU তে ভর্তি নেওয়া হয়। ইতিমধ্যে তাঁর চিকিৎসায় ৪ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শ্বাসকষ্ট হওয়ার জন্যে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। এর পড়ে সিটি স্ক্যান ছাড়া তাঁর আরও বেশ কিছু পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর আজ বনগাঁ’র রাজনৈতিক সভা শেষে সন্ধ্যেতে তিনি উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন। সেখানে ডাক্তারদের সাথে কথা বলেন। কথা বলেন বুদ্ধবাবুর মেয়ে সুচেতনার সাথেও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই মূহুর্তে বুদ্ধবাবুর বাইপ্যাপ ভেন্টিলেশন চলছে। ওঁর শরীরে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছে।
আরও পড়ুন: COPD সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হলো বুদ্ধদেব ভট্টাচার্যকে
উল্লেখ্য, ২০১৮ সালে তিনি সিপিএমের পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির পাশাপাশি রাজ্য সচিবালয় থেকে পদত্যাগ করেছিলেন ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকা বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে বেশ কয়েক মাস ধরেই তিনি বয়সজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছেন। এখন এই বর্ষীয়ান কমরেডের বয়স ৭৬। গত ১৫ বছর ধরে তিনি সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) সমস্যাই ভুগছেন।
বরাবরের সাধারণ জীবনযাপন করা বুদ্ধবাবু গত বছর সেপ্টেম্বর মাসে বেশ কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি সরকারী সাহায্য বা সুবিধা নেননি। তবে বেশি দিন হাসপাতালে থাকতে নারাজ বুদ্ধবাবু একবার জানিয়েছিলেন, তিনি যদি বেশি দিন হাসপাতালে থাকে তবে বাকি রোগীদের সমস্যা হতে পারে। তাই গত বছর ভর্তি থাকার পাঁচদিনের মাথায় রীতিমতো মুচলেকা দিয়ে বাড়ি চলে এসেছিলেন। আবার এ বছর ঠিক ডিসেম্বর মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হলো।
আজ সূর্যকান্ত বাবু একটি পোস্ট করে জানিয়েছেন যে বাড়ির কেউ বা শুভান্যুধায়ীদের হাসপাতালে প্রবেশ নিষেধ করা হয়েছে। তাই সকলকে কমরেডের সুস্থতা কামনা করতে ও ধৈর্য বজায় রাখতে অনুরোধ করেছেন।