32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র শারীরিক অবস্থা’র মেডিক্যাল বুলেটিন: সকাল ১১:৩০

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল সকালে COPD’র সমস্যা চরমে পৌঁছনোর কারণে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল আছন্ন অবস্থা কাটিয়ে আজ ভোরেই চেতনায় ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আজ সকালে ১১:৩০ শে মেডিক্যাল বুলেটিন দেওয়া হয়েছে সেটা এখানে সরাসরি দেওয়া হল-

    শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য
    ৭৬ বছর/ বিছানা নং- ৫১৮

    পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৯ ডিসেম্বর, ২০২০ দুপুর ২২০মিনিটে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন এবং ডাঃ কৌশিক চক্রবর্তী কনসালট্যান্ট পালমনোলজিস্ট এবং ডাঃ সটিক পান্ডা কনসালট্যান্ট ক্রিটিক্যাল কেয়ারের অধীনে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি হন। এই মূহুর্তে মোট ৭ জন ডাক্তারের মেডিক্যাল বোর্ড তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

    মেডিকেল বোর্ড আজ সকাল ১০টায় পরিবারের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করে এবং অনুমান করে:

    ১. রোগী আজকের জন্য যান্ত্রিক ভেন্টিলেশনে থাকবেন এবং ধীরে ধীরে ভেন্টিলেটর সাপোর্ট প্রত্যাহারের পরিকল্পনা করা হয়েছে।

    ২. একটি পরীক্ষা এবং রোগীদের সেন্সরিয়াম মূল্যায়ন এবং উন্নত খুঁজে পাওয়া হিসাবে সকালে ঘুমের ওষুধ বন্ধ করা হয়।
    তবে ঘুমের সময় কার্যকর ভেন্টিলেশনে সাহায্য করতে থাকবে।

    ৩. রক্তের প্যারামিটার এবং ইমেজিং সহ প্রাথমিক তদন্তে কোন উল্লেখযোগ্য অস্বাভাবিকতা দেখা যায়নি।

    ৪.রক্তে বর্তমান কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাত্রা উন্নত হয়েছে।

    ৫. তার পালস, রক্তচাপ এবং অক্সিজেন স্যাচুরেশন বর্তমানে স্থিতিশীল।

    ৬. তার হৃদযন্ত্রের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

    ৭. পর্যাপ্ত পুষ্টি এবং অন্যান্য সহায়তা যত্ন নেওয়া হচ্ছে।

    ৮. যেহেতু তিনি এখনো ভেন্টিলেশনে আছেন, তাই তিনি সুরক্ষিত এবং সঙ্কটজনক।

    ৯. চিকিৎসা ডাক্তাররা তার স্বাস্থ্য পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন এবং সময়ে সময়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...