দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার বিকেলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি দেখা গিয়েছে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে ১১ সদস্যের মেডিক্যাল টিম। তাঁর শরীরের অন্যান্য মাত্রা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে। তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর রক্তচাপ ও পালস রেট স্বাভাবিক আছে। বুধবার গভীর রাতে তাঁর জ্ঞান ফিরেছে। তবে এখনও সঙ্কট কাটেনি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন কমরেড বুদ্ধদেব। বুধবার শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ায় ও অচেতন হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথমে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হলেও রাতে ভেন্টিলেশনে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১:৩০ এর মেডিক্যাল বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত তাঁকে মেকানিকাল ভেন্টিলেশনেই রাখা হবে। তবে সেই ভেন্টিলেশন সাপোর্ট ধীরে ধীরে কমানোর চেষ্টা করবেন চিকিৎসকরা। আপাতত তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। খাওয়ানো হচ্ছে রাইল্স টিউব দিয়ে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। জ্ঞানও ফিরেছে।
আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য’র শারীরিক অবস্থা’র মেডিক্যাল বুলেটিন: সকাল ১১:৩০
তবে বুদ্ধদেবের শরীরের একাধিক বিষয় নিয়ে চিকিৎসকরা যেমন আশান্বিত, তেমনই বেশ কিছু বিষয় নিয়ে গভীর উদ্বেগও রয়েছে। যেমন বুদ্ধবাবুর রক্তে পটাশিয়াম, শ্বেতকণিকার (প্লেটলেটস) মাত্রা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। অন্য দিকে, রক্তে অক্সিজেনের মাত্রার কিছুটা উন্নতি হয়েছে। শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে কমেছে।
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তির সময় বুদ্ধদেবের অক্সিজেন স্যাচুরেশন ছিল ৭০ শতাংশের কাছাকাছি। বৃহস্পতিবার সেই মাত্রা ঘোরাফেরা করছে ৯২ থেকে ৯৫% এ। এর পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন রক্তচাপ, হৃদস্পন্দন ও শ্বাসযন্ত্রের অন্যান্য মাপকাঠি স্থিতিশীল। রক্তের বিভিন্ন উপাদান-সহ অন্যান্য পরীক্ষায় ধরা পড়েনি ত্রুটি।