24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    স্বস্তির খবর! চিকিত্‍সায় সাড়া দিচ্ছেন কমরেড, কথা বললেন স্ত্রী ও মেয়ের সাথে

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তির নিশ্বাস। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। আজ তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনার সঙ্গে কথাও বলেছেন। এমনকি দীর্ঘদিনের সঙ্গী তপনবাবুরও তিনি খোঁজ নিয়েছেন ।

    তবে উডল্যাণ্ডের চিকিত্‍সকদের মতে, গত চব্বিশ ঘণ্টায় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আশাতীত উন্নতি হয়েছে। এই বর্ষীয়ান কমরেডের রক্তচাপ, পাল্স রেট, রক্তে অক্সিজেনের মাত্রা সবই স্বাভাবিক। যদিও এখনও অন্তত ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিত্‍সকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ভাবে কাজ করছে। এই মূহুর্তে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে।

    তবে এখনও তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম। পাশাপাশি, পুরোন নিউমোনিয়ার কিছু প্যাচ লক্ষ্য করা গিয়েছিলো সেগুলো থেকে সমস্যা কমাতে দেওয়া হচ্ছে অ্যান্টি বায়োটিক এবং স্টেরয়েড। তবে চিকিত্‍সকরা বলছেন, এখনও বুদ্ধদেব ভট্টাচার্য পুরোপুরি সংকটমুক্ত নন।

    উল্লেখ্য COPD’র সমস্যাতে ভুক্তভোগী প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যনমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। দ্রুত তাঁর চিকিত্‍সায় ১১ জন ডাক্তারের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর মধ্যে বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্‍সায় রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...