দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে স্বস্তির নিশ্বাস। শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। আজ তিনি স্ত্রী মীরা ভট্টাচার্য এবং মেয়ে সুচেতনার সঙ্গে কথাও বলেছেন। এমনকি দীর্ঘদিনের সঙ্গী তপনবাবুরও তিনি খোঁজ নিয়েছেন ।
তবে উডল্যাণ্ডের চিকিত্সকদের মতে, গত চব্বিশ ঘণ্টায় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আশাতীত উন্নতি হয়েছে। এই বর্ষীয়ান কমরেডের রক্তচাপ, পাল্স রেট, রক্তে অক্সিজেনের মাত্রা সবই স্বাভাবিক। যদিও এখনও অন্তত ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিত্সকরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক ভাবে কাজ করছে। এই মূহুর্তে তাঁকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও নিয়ন্ত্রণে।
তবে এখনও তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কম। পাশাপাশি, পুরোন নিউমোনিয়ার কিছু প্যাচ লক্ষ্য করা গিয়েছিলো সেগুলো থেকে সমস্যা কমাতে দেওয়া হচ্ছে অ্যান্টি বায়োটিক এবং স্টেরয়েড। তবে চিকিত্সকরা বলছেন, এখনও বুদ্ধদেব ভট্টাচার্য পুরোপুরি সংকটমুক্ত নন।
উল্লেখ্য COPD’র সমস্যাতে ভুক্তভোগী প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার বিকেলে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যনমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। দ্রুত তাঁর চিকিত্সায় ১১ জন ডাক্তারের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর মধ্যে বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিত্সায় রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।