দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অবশেষ ঘটল দুশ্চিন্তা, উদ্বেগের অবসান। এখন নাকি অনেকটাই সুস্থ আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সঙ্কটময় অবস্থা কাটিয়ে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে এখন কথাও বলছেন তিনি। সম্ভবত, সোম অথবা মঙ্গলবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর শরীরে অক্সিজেনের মাত্রা এখন ৯৪ শতাংশ। গতকাল রাতে ভালো ঘুমিয়েছেন। তাঁর আচ্ছন্নভাব কেটে গিয়েছে। পূর্ণ মাত্রায় জ্ঞান রয়েছে। তিনি এখন কথা বলছেন। রক্তচাপ ও নাড়ির গতি স্থিতিশীল।
আরো পড়ুনঃ সরকার কৃষি আইন নিয়ে বিরোধীদের উপেক্ষা করেছে, কৃষকদের ধৈর্য পরীক্ষা করবেন না: শরদ পাওয়ার
যদিও এখনও তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। তবে শীঘ্রই রাইলস টিউব খুলে নেওয়া হবে। আজ হয়তো ক্যাথিটারও খুলে নেওয়া হতে পারে। পাশাপাশি আজ কিছু রুটিন রক্তপরীক্ষা আবার করা হবে। চোখের সমস্যাটার জন্যও ডাক্তাররা আজ বেশ কিছু পরীক্ষা করবেন।
হাসপাতাল সূত্রে আরো খবর, চিকিৎসকদের কাছে নাকি নিজের শারীরিক সমস্যার কথা নিজেই বলছেন বুদ্ধবাবু। তিনি নিজেই ডাক্তারদের জানিয়েছেন যে, হাসপাতালে তিনি আর বেশিদিন থাকতে চান না। তাঁর শারীরিক পরিস্থিতি বিচার করে খুব তাড়াতাড়ি তাকে রেহাই দিতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ।