32 C
Kolkata
Monday, March 27, 2023
More

    “বইটা লেখা সম্পুর্ণ করতে হবে আমায় বাড়ি যেতে দিন”: কমরেড বুদ্ধবাবু সুস্থ বোধ করতেই ডাক্তারকে বললেন

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মূহুর্তে বিপদমুক্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে নতুন করে। কিন্তু সেই সুস্থতার ন্যূনতম আঁচ পেতেই এবার বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে উঠলেন বুদ্ধবাবু। চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও চিকিৎসক সৌতিক পান্ডা’র সূত্রে জানা গিয়েছে তিনি বিট্রিশ ইন্ডিয়ার শাসনকালে ভারতীয় সমাজব‍্যবস্থা নিয়ে ব‌ই লিখছিলেন, আর সেই বইয়ের সবেমাত্র ১০ শতাংশ কাজ হয়েছে। বাকি ৯০% শেষ করতে হবে আর সে জন্যেই তাঁর বাড়ি ফেরার আকুতি। প্রসঙ্গত প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর চোখের ও শারীরিক অসুবিধার জন‍্য বই লেখার কাজ অসমাপ্ত হয়ে রয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

    চিকিৎসক কৌশিক চক্রবর্তী ও চিকিৎসক সৌতিক পান্ডা’র সূত্রে জানা গিয়েছে তিনি বিট্রিশ ইন্ডিয়ার শাসনকালে ভারতীয় সমাজব‍্যবস্থা নিয়ে ব‌ই লিখছিলেন, আর সেই বইয়ের সবেমাত্র ১০ শতাংশ কাজ হয়েছে।

    উল্লেখ্য, গত বুধবার বুদ্ধবাবুকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। আজ অর্থাত্‍ রবিবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে এই বর্ষীয়ান বাম নেতার। তাঁর রক্তচাপ, পালস রেট, অক্সিজেনের মাত্রা, কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ সবকিছু স্বাভাবিক রয়েছে। আর সেকারণেই চিকিৎসকদের কাছে বুদ্ধদেববাবু’র অনুরোধ তিনি দ্রুত বাড়ি ফিরতে চান। পরিবারের সদস্যদের সঙ্গেও ফোনে কথা বলছেন।

    আরও পড়ুন: সল্টলেক কঙ্কাল কান্ডের রহস্য ফাঁস! এরকম ‘নৃশংস’ খুন কয়েক দশক দেখেনি কলকাতা!

    তবে বুদ্ধবাবু তাঁর বই লেখার কাজের কিছুটা হাসপাতালেই করতে চাইছেন। মেডিকেল বোর্ডের অন‍্যান‍্য চিকিৎসকদের কাছে সেজন্যে হাসপাতালেই রেফারেন্স জার্নাল চেয়েছেন তিনি। তবে চিকিৎসকরা তাঁকে বুঝিয়েছেন যে এখন‌ই চোখের কিংবা শরীরের উপর এতটা চাপ নেওয়া ঠিক নয়। আর ওই একি কারণে বাড়ি যাওয়াও ঠিক হবে না।

    আজ রবিবার সকালের, উডল্যান্ডস হাসপাতালের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, রাতে ভালোই ঘুমিয়েছেন বুদ্ধবাবু। তাঁর অক্সিজেন নিতে আপাতত কোনওরকম যান্ত্রিক সহায়তা লাগছে না। সেই মূহুর্তে তাঁর রক্তে ৯০ শতাংশের মতো অক্সিজেন, রক্তচাপ স্থিতিশীল, হিমোগ্লোবিন, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রাও ঠিকই রয়েছে। তিনি স্বজ্ঞানে রয়েছেন, বলছেন কথা। নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ প্রয়োজনীয় ওষুধপত্র নিয়মিত চলছে। তবে তিনি আপাতত খাওয়াদাওয়া করছেন রাইলস টিউবের মাধ্যমে।

    হাসপাতাল সূত্রে খবর, রবিবারই তাঁর ক‍্যাথিটার খুলে দেওয়া হবে। যদিও ভেন্টিলেটরি সাপোর্টেই রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তিনি আপাতত রয়েছেন বাইপ্যাপ ভেন্টিলেটরি সাপোর্টে। ডাক্তারদের মতে আগের থেকে আরও দ্রুতগতিতে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। সূত্রের খবর, ঠিকঠাক থাকলে আগামী সোমবার অথবা মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও হতে পারে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    মাঝে মাঝেই জ্বরে ভুগছেন ? মুক্তি পেতে ভরসা রাখুন হোমিওপ্যাথিতে

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : জ্বরের অনেক কারণ থাকতে পারে তৎসহ জ্বরের বিভিন্ন উপসর্গ থাকে। নীচে জ্বরের উপসর্গ অনুযায়ী...

    ৩রা এপ্রিল ছুটি ঘোষণা করল রাজ্য সরকার !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার...

    কবে শুরু হচ্ছে ICC ক্রিকেট বিশ্বকাপ ? দেখুন সম্পূর্ণ সময়সূচি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকদের জন্য একটি সুখবর ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে। চলতি বছর...

    বাড়ছে গরমের প্রকোপ ! সপ্তাহ শেষে নামবে বৃষ্টি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর...

    ঋতু পরিবর্তনে সর্দি-কাশি-জ্বর নিয়ে জেরবার , সম্পূর্ণ মুক্তি দেবে হোমিওপ্যাথি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঋতু পরিবর্তনের সময় সাধারণ সর্দি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণা, অ‌্যাজমার পাশাপাশি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের ঝুঁকিও...