দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট ট্রাম ডিপো’তে আজ উদ্বোধন হলো কলকাতার ভালোবাসার ট্রাম নিয়ে একটি ‘ট্রামের মিউসিয়াম’। এখানে দেখতে পাওয়া যাবে কলকাতা ট্রামের ইতিহাস সহ একাধিক ঐতিহাসিক ট্রামের ছবি, মডেল এবং কর্মীদের ইউনিফর্ম সহ অনেক কিছুই। শুধু তাই নয়, সম্পুর্ণ মিউসিয়ামটি গড়ে তোলা হয়েছে পুরোনো ট্রাম কে রেনভেট করে। ফলে পুরোনো ট্রামের অন্দর মহলের সেই নস্টালজিয়া যেমন কাজ করবে সেই সাথে মানসিক পরিতৃপ্তিও মিলবে। দেখুন আমাদের ব্যুরো ফটোগ্রাফার কুন্তল চক্রবর্তী’র ক্যামেরাতে ধরা পড়াসেসব এক্সক্লুসিভ মুহূর্তের ছবি:
আজ CTC ‘র ভিত্তিপ্রস্তর স্থাপন দিবসের বর্ষপূর্তি’ও ছিল। সেই মাহেন্দ্রক্ষণে এই জাদুঘরের উদ্বোধন এই শীতের মরশুমে বাঙালি সহ সকল কলকাতা প্রেমী মানুষদের কাছে ভ্রমণের নতুন গন্তব্য হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।