24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    করোনার থাবা বাড়ছে মেট্রোকর্মীদের উপর!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লন্ডন থেকে কলকাতায় আসা দুই ব্যক্তির শরীরে মিলেছে করোনা সংক্রমণ। আজ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ভারত–ব্রিটেন উড়ান। এই পরিস্থিতিতে এবার মেট্রো রেলের কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলেছে। তবে এটা আশঙ্কা ছিল যে “নিউ নর্মালে” মেট্রো চালু হওয়ার পর থেকেই।

    তবে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে শহরে সেভাবে করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে দেখা যায়নি। কিন্তু মেট্রোর কর্মীদের মধ্যে সংক্রমিতের সংখ্যা ক্রমশই বাড়ছে। দূর্গা পুজোর পর থেকে গত দু’মাসের মধ্যে মহাত্মা গান্ধী রোড, চাঁদনি চক, রবীন্দ্র সদন, নেতাজি ভবন, কালীঘাট, মহানায়ক উত্তমকুমার, এবং কবি নজরুল–সহ একাধিক স্টেশনের কর্মীদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে উঠে এসেছে। কয়েকটি স্টেশনে একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন। সংক্রমণের আশঙ্কায় মেট্রোর কর্মীদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে।

    মেট্রো সূত্রে জানা গেছে, সংক্রমিতের সংখ্যা বাড়ছে বলে কয়েকটি ক্ষেত্রে স্টেশনের দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়েছে। কারণ আক্রান্তদের মধ্যে বিভিন্ন স্টেশনের সুপার, স্টেশন মাস্টার সহ পদমর্যাদার আধিকারিকদের পাশাপাশি কমার্শিয়াল পোর্টারেরাও রয়েছেন সেখানে। সংক্রমিতেরা ছুটিতে গেলে একাধিক কর্মীকে বাড়তি কাজের চাপ নিতে হচ্ছে।

    আরো পড়ুন:আগামী কাল দক্ষিণেশ্বর পৌঁছবে প্রথম মেট্রো রেল!

    কিছু ক্ষেত্রে কর্মী সংখ্যা কমার কারণে বিধি মেনে সংক্রমিতদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের আইসোলেশনে পাঠানোও সম্ভব হচ্ছে না বলে অভিযোগ উঠেছে মেট্রোরেল কর্তৃপক্ষের কাছ থেকে। অন্যদিকে মেট্রোর কর্মীরা ছাড়াও আরপিএফ বা রেল রক্ষী বাহিনীর কর্মীদের মধ্যে সংক্রমণের হারও যথেষ্ট বেশি দেখা যাচ্ছে। পার্ক স্ট্রিটের মেট্রো ভবনেও প্রায় সব কটি তলেই কর্মীদের মধ্যে সংক্রমণের ঘটনা প্রকাশ পেয়েছে। তাঁদের মধ্যে অনেকের করোনা পরবর্তী অসুস্থতাও উদ্বেগ বাড়াচ্ছে।

    মেট্রো সূত্রে জানা যায়, বিভিন্ন স্টেশনে আরপিএফ জওয়ান, স্টেশন মাস্টার, কমার্শিয়াল পোর্টার এবং সাফাই–কর্মীদের মধ্যে সংক্রমণের হার বেশি। তবে এর তুলনায় টিকিট কাউন্টারের কর্মী, প্যানেল অপারেটরদের মধ্যে সংক্রমণের হার কম।

    উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত প্রায় ২০০ জন কর্মী সংক্রমিত হয়েছেন। কয়েকজনের মৃত্যুও ঘটেছে। কলকাতা মেট্রোয় আইএনটিটিইউসি’‌র কর্মী সংগঠন বিষয়টি নিয়ে একাধিক চিঠি দিলেও কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ করেননি বলে অভিযোগ উঠেছে। একজন মেট্রো কর্তা বলেছেন, ‘যেমন সংক্রমিত হচ্ছেন, তেমনই সামগ্রিক বিচারে সংক্রমণ কমছেও। দ্রুত উন্নতি হবে আশা রাখছি।’

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...