দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনবত্বে মুম্বাই পুলিশের থেকে কিছু কম নয় কলকাতা পুলিস। সে গ্রিন করিডর তৈরি করে মুমুর্ষ রোগীকে হাসপাতালে পাঠানই হোক বা শীতের রাতে ঠান্ডা কে উপেক্ষ করে শহরকে সুরক্ষিত রাখা। এবার বড়দিনের আগে রাস্তায় চলাফেরা করা যাত্রীদেরকে অভিনব উপায়ে সুরক্ষার পাঠ পড়ানোর জন্যে এবার রাস্তায় নামল কলকাতা পুলিশের সান্টা ক্লস।
আজ কলকাতা পুলিশের ফেসবুক পোস্ট এ তাঁরা লিখেছেন “বড়দিন এসে গেল। আর বড়দিন মানেই সান্টা ক্লসের আবির্ভাব, হরেক রকম উপহার সমেত। কলকাতা পুলিশের তরফেও পথে নামল সান্টা ক্লস, হেলমেটহীন বাইকচালকদের হাতে হেলমেট তুলে দিয়ে চলল পথসচেতনতার পাঠ। কচিকাঁচাদের জন্যও সান্টার ঝুলিতে ছিল নানান উপহার। যাঁরা এখনও মাস্ক পরছেন না রাস্তায়, তাঁদের হাতেও মাস্ক তুলে দিল আমাদের সান্টা।”
ছবি: সৌজন্যে কলকাতা পুলিশ ফেসবুক পেজ