দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনার আবহেই ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছে জনজীবন। দীর্ঘ নয় মাস পর কলকাতার রাস্তায় শুরু হল চেকিং। তবে চেকিং শুরু হতে না হতেই গত মঙ্গলবারই কলকাতার রাস্তায় ৩২৬ জন গাড়ির চালককে ট্রাফিক আইন অমান্যের অপরাধে গ্রেপ্তার করলো কলকাতার ট্রাফিক পুলিশ।যাদের মধ্যে ২৬ জন গাড়ি চালাচ্ছিলেন মদ্যপ অবস্থায়।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, করোনার দাপটে এতদিন ব্রেথঅ্যানালাইজার ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে মদ্যপ অবস্থায় গাড়ি চালালেও ছাড় পেয়ে যেত চালকরা। তবে দীর্ঘ নয় মাস পর,গত মঙ্গলবার থেকে ফের পুলিশি চেকিং শুরু হয়েছে। এখন নিয়মিত চালকের শ্বাস পরীক্ষা করা হচ্ছে। আর তাতেই বেড়িয়ে পরছে সর্ষে থেকে ভূত। উল্লেখ্য, মঙ্গলবার রাত ১০.৩০ থেকে রাত ১টা পর্যন্ত চলে পুলিশের অভিযান। এর মধ্যে ৩২৬ জন গ্রেপ্তার হয়েছেন ,যাদের মধ্যে ২৬ জন গ্রেফতার হয়েছেন মদ্যপ অবস্থায় গাড়ি চালাবার অপরাধে। পাশাপাশি এদিন ১০৪ জন বাইক চালককেও গ্রেপ্তার করেছে কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা।
ট্রাফিক পুলিশের আধিকারিকরা আরোও জানান, নিয়ম ভাঙ্গার অপরাধে যাঁরা গ্রেপ্তার হয়েছেন তারা অধিকাংশই ধরা পড়েছেন পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, লউডন স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, ওয়াটারলু স্ট্রিট, শোভাবাজার এবং গোলপার্ক প্রভৃতি এলাকায়। কলকাতা ট্রাফিক পুলিশের ডেপুটি কমিশনার রূপেশ কুমার জানান,” এরকম চেকিং এখন চলতে থাকবে”।