দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এই মরসুমের শীতলতম দিনের রেকর্ড হল আজ অর্থাত্, ২৭ শে ডিসেম্বর রবিবার।আবহাওয়া অফিসের রেকর্ড ও তথ্যের ভিত্তিতে আজ’ই এই মরসুমের শীতলতম দিন অনুভূত হচ্ছে কলকাতায়। শুধু কোলকাতায় নয় তার পার্শ্ববর্তী জেলায় পারদ আরও নেমেছে। এমনটাই কলকাতা আবহাওয়া অফিস সূত্রে খবর।
২৫ ডিসেম্বর বড় দিনের পরেই ফের ঠাণ্ডা আরও জোরদার হয় শহরে। এমনটাই জানা যায় আলিপুর আবহাওয়া দফতরের তথ্যে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার কনকনে শীত একটু কম ছিল। শুক্রবার থেকে ফের বেশি শীতের দিকেই এগোয় কলকাতার আবহাওয়া। সঙ্গে আবার সর্বোচ্চ তাপমাত্রাও কম তাই কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে ফারাক। ফলে দিনভর শীতের প্রভাব জারি থাকছে এবং থাকবেও কলকাতায়।
আগেই পূর্বাভাস ছিল যে, শহরের দৈনিক তাপমাত্রা অল্প বাড়লেও তা আবার দ্রুত ফের নামবে। আর সেই পূর্বাভাস অনুযায়ীই দিন ভিত্তিক তাপমাত্রার তথ্য বলছে, শনিবারের পর ফের রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও এক ডিগ্রি পতন হয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা শনিবার বিকালে ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৯ শতাংশ , সর্বনিম্ন ৩৮ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার বিকালে ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.০ ডিগ্রি সেলসিয়াস।