দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নির্মলা মিশ্র। ইতিমধ্যে তাঁকে ভরতি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে।তবে আপাতত তার শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল। রবিবার গায়িকার কোভিড টেস্টও করা হতে পারে।
ছয় তথা ষাটের দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নির্মলাদেবী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। শনিবার বিকেলে হঠাৎ করেই গুরতর অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীরে রক্তচাপের মাত্রাও ওঠানামা করতে থাকে তাঁর। তত্ক্ষণাত তাঁকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালেও। সেখানেই ভর্তি হন তিনি।
হাসাপাতাল সূত্রে খবর, ফুসফুসের পাশাপাশি তাঁর মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়েছে। রবিবার গায়িকার কোভিড টেস্টেরও কথা রয়েছে। তবে উদ্বেগ কাটিয়ে আগের চেয়ে বেশ কিছুটা সুস্হ আছেন বর্ষীয়ান এই গায়িকা।