দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এর আগেই তাঁর বিজেপি তে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। নিজের মুখে স্বীকার না করলেও সরাসরি ‘না’ বলেন নি তিনি। এমন কী বিজেপির দুর্গাপুজোর উদ্ভধনী অনুষ্ঠানে স্ত্রী ডোনা গাঙ্গুলীর অংশগ্রহণ নিয়েও বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। সেই সাথে তাঁর জন্মদিনের দিন ডোনাকে প্রশ্ন করা হলে, সেখানেই এসেছিল ‘রহস্য জনক’ উত্তর। ডোনা জানিয়েছিলেন সৌরভ যেখানেই যান না কেন ভালই খেলেন! এ বার আজ সৌরভের সাথে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতকার জল্পনাকে আরও বেশী করে উসকে দিলো।
আজ রাজভবন পৌঁছলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বিকেল ৪টে বেজে ৪০ মিনিটে রাজভবনে পৌঁছন তিনি। যদিও রাজ্যপালের সঙ্গে এই বৈঠককে সৌজন্য বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন মহারাজ। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর এই দহরম মহরম বিরোধী শিবির সহ বঙ্গ জনমানসে অন্য কোনও সমীকরণের ইঙ্গিত তুলে ধরছে।
এমনিতেই বঙ্গ বিজেপিতে মুখ্যমন্ত্রীর মুখ নেই! ফলে বিজেপি ক্ষমতায় এলে সৌরভকে মুখ্যমন্ত্রী করা হবে কি না, তা নিয়ে গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতি’র চা থেকে চর্বণ সর্বত্র একই চর্চা। যদিও আজীবন বাম ঘেঁষা তবুও গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গেও সৌরভের বেশ ভালই সুসম্পর্ক রয়েছে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া জমি ফিরিয়ে দেওয়া, অমিত শাহ’র ছেলেকে পাশে নিয়ে কাজ করা এই সবের মধ্যেই কোথাও না কোথাও একটা প্রচ্ছন্ন গেরুয়া শিবিরের সাথে সৌরভের সম্পর্কের উন্নতিকে চিহ্নিত করে।
এই মূহুর্তে আজ রাজভবনে রাজ্যপালের সাথে এই জে বৈঠক তাতে কী তাহলে গেরুয়া শিবিরে যোগদান নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনায় সিলমোহর দিতেই এলেন সৌরভের? এই প্রশ্নই এখন হটকেক। তবে অনেকের মতে ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি নিয়েও রাজ্যপালের সাথে এই বৈঠক হতে পারে। তবে সম্প্রতি সেই জমি ফেরত দিতে চান বলে নবান্নে গিয়ে স্বশরীরে জানিয়ে এসেছিলেন সৌরভ। তাই এখন দেখার সৌরভ ঠিক কী ব্যাটিং করেন। স্কয়ার কাট না একদম বাপী বাড়ি যা।