33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    তরুণ প্রজন্মের নেতৃত্বদের ধৈর্য্যের অভাব দলত্যাগের অন্যতম কারণ : অধীর রঞ্জন চৌধুরী

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা আবহের সংকটকালে ভারতের কংগ্রেসের অভ্যন্তরে রাজনৈতিক হাওয়া গরম। লকডাউনের মাঝে মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং চলতি মাসে রাজস্থানে ঘটে চলা কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং শচীন পাইলটের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে জোর ধাক্কা বসিয়েছে। এই প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর সাফ কথা, ‘ সাময়িক ভাবে এই সমস্ত ঘটনা দলে প্রভাব পড়লেও, দলের অনুশাসন এবং আদর্শের সঙ্গে কোন আপোষ করা হবে না।’ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শচীন পাইলটের নাম না করে বহরমপুরের কংগ্রেস সাংসদ দাবি  করেছেন,’ কোন ব্যক্তির ব্যক্তিগত উচ্চাশা থাকতেই পারে। কিন্তু আদর্শ সকলের আগে।’
    অধীর রঞ্জন চৌধুরী বলেছেন,’রাজনীতিতে এক শ্রেণীর তরুণ নেতৃত্ব রয়েছেন যারা অত্যন্ত উচ্চাশা নিয়ে থাকে।’ এবং তারা চটজলদি নিজেদের ব্যক্তিগত লক্ষ্যকে পূরণ করতে চায়। অধীর চৌধুরী এই প্রসঙ্গে এও বলেছেন, ওই সব নেতারা মনে করছে কংগ্রেস সাততাড়াতাড়ি কেন্দ্রের ক্ষমতায় ফিরে আসতে পারবে না। তাছাড়া দল সকলের সব সময় সমস্ত দাবি পূর্ণ করতে পারেনা বাধ্যবাধকতার জন্যে। তাই ওই নেতারা কংগ্রেসের মতো বড় জাহাজ থেকে সরে আসার জন্য ঝাঁপ দিয়েছে নতুবা অন্য কোন পরিকল্পনা করে চলেছেন।
    সাম্প্রতিক কংগ্রেসের অভ্যন্তরীণ লঙ্কাকাণ্ড নিয়ে বর্ষীয়ান কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কিছুটা দার্শনিকদের ধরনে ইতিহাসের পাতা উল্টে বর্তমান পরিস্থিতিকে বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, আমার এখন বয়স ৬০। ভারতের কোন রাজনৈতিক দল কিংবা সংগঠনে এমন কোন নেতৃত্বকে সামনে আনতে পারবেন যিনি অল্প বয়সে দলের নেতৃত্বর রাশ নিজের হাতে তুলে ধরেছেন। এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, এমনকি বিজেপিতেও বেশি বয়সে এবং অভিঞ্জতায় সমৃদ্ধ হয়েই অটল বিহারি বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আডবাণি সামনের সারিতে উঠে এসেছিলেন, সম্প্রতি নরেন্দ্র মোদি জ্বলন্ত উদাহরণ। এখানেই থেমে না থেকে অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন,’ রাহুল গান্ধীর সঙ্গে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শচীন পাইলটকে নিয়ে গণমাধ্যম অসত্য সংবাদ পরিবেশন করে চলেছে। রাহুল গান্ধীর কঠিন রাজনৈতিক  প্রতিদ্বন্দ্বী হিসেবে সিন্ধিয়া এবং শচীন পাইলটকে সংবাদ মাধ্যম তুলে অসত্য একটা বার্তা ছড়িয়ে দিতে চাইছে। তাই যদি হতো,  তাহলে রাহুল গান্ধী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং শচীন পাইলটকে দলে এবং সরকারে থাকার সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বভার দিতে উৎসাহিত করে তুলতেন না।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...