দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গুরুতর অসুস্থতা নিয়ে সংগীতশিল্পী নির্মলা মিশ্র দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর ফুসফুসে সংক্রমণ হওয়ার পাশাপাশি রক্তচাপ ও অত্যন্ত কমে গিয়েছিল। তবে এখন আগের থেকে স্থিতিশীল কিংবদন্তি সংগীতশিল্পী নির্মলা মিশ্র। সূত্রের খবর অনুযায়ী, তার করোনা পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা করা হলে তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। সোমবার বিকেলে হাসপাতালের তরফে একথা জানালেন এনজি নার্সিংহোমের ম্যানেজার বেদব্যাস শর্মা।
এদিন বেদব্যাস শর্মা জানান, ‘আগের থেকে অনেকটা স্থিতিশীল নির্মলা মিশ্র। তবে এখনও মূত্রনালিতে সংক্রমণ রয়েছে তাঁর। তা নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। তবে আগের থেকে অনেকটাই স্থিতিশীল সংগীতশিল্পী। তাঁর কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আশায় কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে। তবে বর্ষীয়ান শিল্পীর বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যা রয়েছে।’
সোমবার নার্সিংহোমে ছেলের সঙ্গে দেখা করেন নির্মলা মিশ্র। তাঁর সঙ্গে সামান্য কথাও বলেছেন তিনি। মূত্রনালীর সংক্রমণ থাকায় এখনও তাঁর অ্যান্টিবায়োটিক চলছে। রক্তচাপের মাত্রা এখনও কিছুটা বেশির দিকে। তবে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি দক্ষিণ কলকাতার নার্সিংহোমের।
শনিবার বিকেলে বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়লে, ঝুঁকি না নিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় শিল্পীকে। কিংবদন্তি এই শিল্পীর চিকিৎসার যাবতী খরচ বহন করছে রাজ্য সরকার। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছিল বাংলার শিল্পীমহল। চিন্তিত ছিলেন অনুরাগীরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন প্রত্যেকে।