দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: করোনা নিয়ে উদ্বেগ তো ছিলোই এবার সেটা আরও কয়েকগুন বাড়িয়ে দিল করোনার নতুন স্ট্রেন! চিকিৎসকেরা বলছেন এর সংক্রমন ক্ষমতা করোনার তুলনায় ৭০% বেশি। উদ্বেগের রেশ এতদিন ব্রিটেনে সীমাবদ্ধ ছিল। ব্রিটেনের সাথে সমস্ত যোগাযোগও ছিন্ন করেছেল আন্তর্জাতিক দেশ সমূহ।তবে তারপরেও যেন শেষ রক্ষা হল না। এর আগে ভারতে আগত এক মহিলার দেহে মেলে করোনার এই স্ট্রেন ভাইরাস। এবার খোঁদ কলকাতাতেও এক লন্ডন ফেরত যুবকের দেহে মিললো স্ট্রেনের হদিশ।
সূত্রের দাবি গত ২০ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরে পৌঁছায় এই যুবক। এরপর তার স্বাস্থ্য পরীক্ষার পর তার শরীরে এই ভাইরাসের অস্বিত্ব পান চিকিৎসকেরা। আপাতত ওই যুবক কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।জানা গেছে ওই যুবক কলকাতা মেডিকেল কলেজের এক শীর্ষ প্রশাসনিক কর্তার পুত্র।
ঘটনা প্রকাশ্যে আসতেই তৎপর হয় প্রশাসন। ওই যুবকের সঙ্গে একই বিমানে থাকা লন্ডন ফেরত আরও সাতজন এর নমুনা সংগ্রহ করে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল এন্ড জিনোমিক্স ( এন আই বি এম জি)।উল্লেখ্য,গোটা দেশে এখনও পর্যন্ত মোট কুড়িজন করোনার স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে দিল্লিতে ৯ জন,বেঙ্গালুরুতে ৭ জন, হায়দ্রাবাদে ২ জন,পুনেতে ১জন এবং কলকাতা ১ জন।
ঘটনায় কলকাতার জনস্বাস্থ্য আধিকারিক চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক জানান “মানুষ যাতে আতঙ্কিত না হন তবে সতর্ক থাকেন। দুর্গাপুজোয় মানুষ যা সতর্কতা দেখিয়েছেন বড়দিনে তা উধাও। মাস্ক না পড়ে যেভাবে বেরিয়েছেন তা আতঙ্কের বিষয়। বর্ষশেষের আনন্দে মাততে গিয়ে তার পরিণাম যেন ভয়ঙ্কর না হয়ে যায় তা মানুষকেই মাথায় রাখতে হবে৷ মানতে হবে সমস্ত স্বাস্থ্য বিধি।”