দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রথমে রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাত আর এরপর অমিত শাহ’র সাথে একই মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ! এই দুই এর কারণেই কী শাসক দল চাপে? ঠিক এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। আর এই জল্পনাকে উসকে দিয়েছে রাজ্য সরকারের সম্প্রতিক পদক্ষেপ। গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুল তৈরির জন্য নিউটাউনে বরাদ্দ জমি ফিরিয়ে নিয়েছে রাজ্য সরকার এমনটাই খবর। রাজনৈতিক মহলের অনুমান বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে নানা মহলে সৌরভের নাম নিয়ে গুঞ্জনই, এই দীর্ঘকালীন সমস্যার সমাধান।
এই বিষয়ে নবান্ন থেকে পাওয়া খবর অনুযায়ী, সৌরভের আবেদনের প্রেক্ষিতে ওই জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে হিডকোকে রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি মন্ত্রিসভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই হিডকোকে জমি ফেরানোর উদ্যোগ শুরু করতে বলা হয়েছে বলেই জানা গিয়েছে। এই বিষয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে তাঁকে প্রাপ্য মিটিয়ে নিউ টাউনের ওই জমির দখল নেবে হিডকো।”
উল্লেখ্য, স্কুল তৈরির জন্য নিউ টাউনের জনবহুল অ্যাকশন এরিয়া ১-এ ২০১৩ সালে ২ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফাউন্ডেশনের জন্য একর জমি বরাদ্দ হয়েছিল। লক্ষ্যছিল আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের জন্য বিশেষ সংরক্ষণ। যে প্রতিশ্রুতর কারণে অনেক কম দামে জমি পেয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালের আগস্টে সেই জমি ফেরত দিতে চেয়ে সরকারের কাছে আবেদন করেন সৌরভ। কারণ হিসেবে জানিয়েছিলেন যে, স্কুল তৈরির পরিকল্পনা তিনি বাতিল করেছেন। তবে গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। তবে কাকতালীয়ভাবে চলতি সপ্তহে পর পর দুদিন রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌরভের সাক্ষাতের পরই এই জমি ফেরানোর সিদ্ধান্ত নিল সরকার। যা এই মূহুর্তে রাজ্য রাজনীতির সরগরম খবর।
অন্যদিকে বাম নেতা অশোক ভট্টাচার্য্য গত পরশু সৌরভের সাথে দেখা করেছিলেন। একটি সর্বভারতীয় গণমাধ্যমকে ফোনে এই বর্ষীয়ন নেতা জানান যে, সৌরভকে তিনি জানিয়েছেন রাজনীতিতে না আসার জন্যে। আর সৌরভ ও জানিয়েছেন যে তিনি কোথাও তো বলেন নি যে তিনি রাজনীতিতে আসছেন! তবে পর্যবেক্ষকদের মতে সৌরভ-শাহ সম্পর্ক যথেষ্ট ভাল আর শাহ যেহেতু চমকের রাজনীতি পছন্দ করেন সেই হেতু সৌরভের রাজনীতিতে যোগদানে বিতর্ক একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।