দ্য কলকাতা মিরর ব্যুরো :প্রদেশ কংগ্রেস সভাপতি সকলের প্রিয় ছোড়দা সোমেন মিত্র গতকাল গভীর রাতে একটি বেসরকারি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর । পেসমেকার বদল করার জন্য তিনি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন,বেড়ে গিয়েছিলো ক্রিয়েটিনিন ,চলছিল ডায়ালিসিস। মঙ্গবার থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন কিন্তু বুধবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন । তাঁর মৃত্যুর খবর রাতেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে টুইট করে জানানো হয়। এই বর্ষীয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে বাংলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে ।
১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।দীর্ঘ কুড়ি বছর পর ২০১৮ সালে আবার প্রদেশ কংগ্রেসের সভাপতি হন । কংগ্রেস শিবিরে তিনি প্রয়াত বরকত গনি খান চৌধুরীর ভাবশিষ্য বলেই পরিচিত ছিলেন । তাঁর বর্ণময় রাজনৈতিক জীবনে ছিল অনেক ওঠাপড়া ।তিনি শিয়ালদা বিধানসভা থেকে ১৯৭২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৭ বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন আবার ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে গঠন করেছিলেন ” ইন্দিরা কংগ্রেস “। মমতা ব্যানার্জীর ডাকে সাড়া দিয়ে তৃণমূলের টিকিটে ২০০৯ সালে সাংসদ নির্বাচিত হয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে । তিনি ২০১৪ সালে আবার কংগ্রেসে ফিরে আসেন । নয়ের দশকে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনের পর মনোমালিন্যের কারণে দল ছেড়েছিলেন তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা ব্যানার্জী ।