দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কোলকাতা র 109 নম্বর ওয়ার্ডের করোনা সংক্রামিতের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধিতে উদ্বিগ্ন খোদ স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । ঘটনাচক্রে যেটি আবার রাজ্যের প্রথম করোনা পসিটিভ আমলা পুত্রের ওয়ার্ড । ওয়ার্ডের সংক্রমণের ক্ষেত্রে কিছু সংখ্যক বস্তি বাসী হলেও সিংহভাগ ই বিভিন্ন আবাসন বা বহুতলের বাসিন্দা । উল্লেখযোগ্য ঘটনা হলো একটি আবাসনের প্রায় 40 জন করোনা আক্রান্ত যাঁরা কিনা প্রত্যেকেই আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে র কর্মী বলে জানা যায় । এই সংক্রমণের খবরে উদ্বিগ্ন স্বরাষ্ট্রসচিব এর নির্দেশে জরুরী ভিত্তিতে মুকুন্দপুরে চলছে র্যাপিড এন্টিজেন টেস্ট । এককভাবে সংক্রমণের নিরিখে 109 নম্বর ওয়ার্ড এগিয়ে থাকলেও পাশের 100 , 101 ,110 নম্বর ওয়ার্ডে র সংক্রমণের হার ও চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ।