কৌশিক দত্ত, কলকাতা: ‘সিটি অফ জয়’ কলকাতায় এখনো প্রচুর জনবহুল এলাকা। এই সব এলাকায় কোনো ব্যস্ত সময়ে আগুন লাগলে দমকলের আগুন নেভানোর ইঞ্জিন বা কর্মীদের পৌঁছতে বেশ কষ্ট করতে হয়। এবার দীর্ঘদিনের সেই কষ্ট কিছুটা লাঘভ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপণ দপ্তর।


বৃহস্পতিবার কলকাতায় উদ্বোধন করা হলো নতুন 4 টি ফায়ার ফাইটার রোবট। কলকাতা ময়দানে দমকল মন্ত্রী সুজিত বসু ও ডিজি ফায়ার জগমোহন এর উপস্থিতিতে ওই চারটি রোবটের মহড়া চলল। প্রথমে কৃত্রিম উপায়ে আগুন ধরানো হয়, এরপর ওই চারটি রোবটের মাধ্যমে সেই আগুন নেভানো হয়।
স্টিলের তৈরি এবং ব্যাটারি চালিত এই রোবটগুলি সম্পূর্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। এই রোবট গুলিকে দূর থেকে রিমোটের মাধ্যমে পরিচালনা করতে হবে। রোবটগুলিকে একবার চার্জ করলে চার ঘণ্টা পর্যন্ত আগুনের নেভাতে সক্ষম।


সব থেকে আকর্ষক ফিচারটি হল এই রোবটের দেহে লাগানো থাকবে থার্মাল ইমেজিং ক্যামেরা, ফলত এদের সাহায্যে সহজেই আগুনের উৎস স্থলে পাঠানো যাবে জল। পাশাপাশি, এই সেন্সর থাকার ফলে আগুনের উৎস নির্দেশ করতেও দমকল বাহিনীকে বিশেষ সাহায্য করবে এই যান্ত্রিক দমকলকর্মীরা। আগুন থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে থেকে এরা কাজ করতে সক্ষম এই ফায়ার ফাইটার রোবট।