দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:আজ সোমবার সন্ধ্যেতে কলকাতার অফিস পাড়ায় একটি বহুতলে বিধ্বংসী আগুন লেগেছে। সোমবার বিকেলে হঠাৎই কালো ধোঁয়া দেখেন বহুতলের বাসিন্দারা। হেয়ার স্ট্রিট থানা এলাকার পোলক স্ট্রিট এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত ওই বহুতল। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলকে। সুত্র মারফত খবরে জানা গিয়েছে প্রাথমিক ভাবে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। পরে আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
এই অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটির দোতলা এবং তিনতলায় বেশ কয়েক জন আটকে পড়েছেন। আগুন বেড়ে যাওয়ার কারণে তারা সিঁড়ি দিয়ে নামতে পারছেন না। যদিও এর পর পুলিশ ও দমকল তাঁদের উদ্ধার করেছে।


ওই বহুতলে ব্যাংক ও বেশ কয়েকটি বেসরকারি অফিস আছে। কী ভাবে বা কোথা থেকে আগুন লাগল, তা নিয়ে এখনও নিশ্চিত নন দমকলকর্মীরা। তাঁদের বক্তব্য, আগুন নেভানোর পর সে সব বিষয়ে খোঁজ নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীদের মতে অন্য দিকে যে ভাবে আগুন ভয়াবহ আকার নিয়েছিল, তাতে আশপাশের ভবনেও আগুন ছড়িয়ে পডা়র আশঙ্কা তৈরি হয়েছিল। আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই ওই অঞ্চল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনও দ্রুত ছড়াতে শুরু করে। এলাকাটি বেশ ঘিঞ্জি বলে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরাও পুলিশ আর দমকলের সাথে হাত মিলিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। পাশাপাশি আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন দমকল কর্মীরা।


পুলিশ সূত্রে খবর, যাঁরা আটকে পড়েছিলেন তাদের নামিয়ে আনা হয়েছে। আরও কেউ আটকে রয়েছেন কি না, বিপর্যয় মোকাবিলা বাহিনী তা দেখেছে।
দমকল কর্মীরা জানিয়েছেন, আপাতত আশপাশের অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রোখা গিয়েছে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে । উদ্ধার কাজের জন্যে হাইড্রলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে। এই ল্যাডারের সাহায্যে চার তলা ও পাঁচতলায় জল স্প্রে করা হবে। এই মূহুর্তে অগ্নিকাণ্ডের জেরে ব্রেবোর্ন রোডে যান চলাচল বন্ধ রয়েছে।