30 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    আজকের করোনা আপডেট

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আরও ভয়াবহ করােনা সংক্রমণের চেহারা। রাজ্যে কোভিডের সংক্রমণ এবার পৌছে গেল রেকর্ড প্রায় সাত হাজারে।

    বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ জারি করা বিবৃতি অনুযায়ী , গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করােনা সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৬৯ জন । এই সময় ব্যবধানে করােনা প্রাণ কেড়ে নিয়েছে ২২ জনের । গত কয়েকদিনের মতাে সংক্রমণের ভয়াবহ চেহারা জারি কলকাতা ও উত্তর ২৪ পরগণায় । কলকাতা ও উত্তর ২৪ পরগণায় গত ২৪ ঘণ্টায় করােনায় আক্রান্ত হয়েছেন যথাক্রমে এক হাজার ৬১৫ জন ও এক হাজার ৩৫৪ জন ।

    টানা বেশ কয়েকদিন ধরেই রাজ্যের এই দুই জেলায় সংক্রমিতের সংখ্যা হাজারের বেশি । অ্যাক্টিভ করােনা রােগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৪ হাজার ৩৬০ জন । যার ফলে গােটা রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করােনা রােগীর সংখ্যা পৌঁছে গেল ৩৬ হাজার ৯৮১ জনে । এদিনই দেশেও নতুন রেকর্ড ছুঁয়েছে করােনা সংক্রমণ ।

    প্রথমবার ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা । বুধবারই আগের সব রেকর্ড ছাপিয়ে রাজ্যে প্রায় ৬ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দৈনিক সংক্রমণ । নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৮৯২ জন । মৃত্যু হয়েছিল ২৪ জনের ।

    বুধবারই রাজ্যে এসেছিল ৫ লক্ষ ভ্যাকসিন । প্রথমে ৩ লক্ষ কোভিশিল্ড ও পরে ২ লক্ষ কোভ্যাকসিন এসেছিল । গত শনিবার থেকে রাজ্যে করােনা ভ্যাকসিনের টান চলছে । একাধিক হাসপাতালে অমিল ছিল করােনার ভ্যাকসিন । এই অবস্থাতে রাজ্যে বাড়তে থাকা করােনা রােগীর সংখ্যায় আরও ভ্যাকসিন চেয়ে পাঠিয়েছিল রাজ্য সরকার ।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...