দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মারধর করার ফলে গুরুতর আহত হয়েছেন এক প্রৌঢ়। কোলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনার অভিযোগের তীর হাওড়া সিটি পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ দে-র দিকে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সমীর বরণ বোস নামের ঐ প্রৌঢ়। তখনই মদ্যপ অবস্থায় সমীর বাবু কাছে টাকা চায় সুরজিৎ দে নামের ওই সিভিক ভলেন্টিয়ার। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তারপর তাকে মারধর করে। চেঁচামেচির আওয়াজ পেয়ে সমীরবাবুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোলকাতা পি.জি হাসপাতালে ভর্তি করে এলাকার লোকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের হয়ে কাজ করার সুবাদে দীর্ঘদিন ধরে সুরজিৎ এলাকার বিভিন্ন মানুষের ওপর অত্যাচার করেছে। যদিও এই ঘটনার সঠিক তদন্ত হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। আর ঐ অভিযুক্তের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।