দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কাঠগড়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ অভিযোগ, গাফিলিতির ফলে হাসপাতালের ওয়ার্মারে ঝলসে গিয়েছে ১১ দিনের একটি শিশু। তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, বর্তমানে সুস্থ রয়েছে শিশুটি।
জানা গিয়েছে, ২৮ জুলাই বারুইপুরের একটি হাসপাতালে জন্ম হয় ওই শিশুটির। জন্মের পর থেকে অসুস্থ ছিল খুদে। হাসপাতালের তরফে জানানো হয়, তাঁদের কাছে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে আসে পরিবারের সদস্যরা। কয়েকদিন ধরেই সেখানেই চিকিৎসা ছিল খুদের। রাখা হয়েছিল ওয়ার্মারে। শুক্রবার পরিবারের সদস্যদের নজরে পড়ে শিশুটির শরীরের একাধিক জায়গায় ঝলসে গিয়েছে। সঙ্গে সঙ্গে জানানো হয় চিকিৎসকদের।
আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরে ফের জওয়ানদের সাথে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি, জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন দুই জওয়ান
ওয়ার্মারের তাপমাত্রা বেশি থাকার কারণেই খুদের শরীরের একাধিক অংশ ঝলসে গিয়েছে। শিশুটিকে নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। বর্তমানে মা রয়েছে তার সঙ্গে। খুদের শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত শুরু করা হবে জানিয়েছে হাসপাতাল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের ভূমিকা নিয়ে। ওয়ার্মারের তাপমাত্র বেশি কেন তা কেউ টের পেলেন না, তা নিয়ে উদ্বেগে খুদের পরিবারের সদস্যরা।