দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বৃহস্পতিবার সাত সকালে মুখ্যমন্ত্রীর বাড়িয়ার সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হলেন। ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনেই। যেখানে নিরাপত্তা কর্মীদের জন্য নির্দিষ্ট কিয়স্ক আছে ঐখানে। ওই পুলিশকর্মীকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে ৬টা নাগাদ হঠাৎ গুলির শব্দে চমকে ওঠেন কর্তব্যরত পুলিশকরমি সহ আশপাশের মানুষ। এরপরেই কিয়স্কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সশস্ত্র পুলিশের কনস্টেবল দিনেশ কর্মকারকে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই পুলিশকর্মীর সম্পুর্ণ মুখ রক্তে ভেসে যাচ্ছিল। অনতিবিলম্বে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রপচার করে পুলিশকর্মীর গালের থেকে গুলি বার করা হয়েছে। তাঁর অবস্থা এখন যথেষ্ট স্থিতিশীল।
যদিও ক্ষতস্থান থেকে এখনো রক্তপাত হচ্ছে। রক্তপাত বন্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে স্থানান্তরিত করা হবে। যদিও কলকাতা পুলিশের অফিসারর এই গুলি চলার বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
বিভিন্ন সূত্র থেকে খবর, ওই কিয়স্কে দীনেশ কর্মকার কর্তব্যরত ছিলেন। বুধবার রাতে তিনি ডিউটিতে জয়েন করেছিলেন। এ দিন সকালে যখন ডিউটি পরিবর্তন করছিলেন সেই সময়ে ঘটনাটি ঘটেছে।
পুলিশ কর্তাদের একাংশের প্রাথমিক অনুমান, ডিউটি পরিবর্তনের সময়ে আগ্নেয়াস্ত্রর গুলির ম্যাগাজিন খুলে নিয়ে তবে সেই আগ্নেয়াস্ত্র পরবর্তীতে যিনি ডিউটিতে যোগ দেবেন তাঁকে দিতে হবে, এই নিয়ম। আর এই দিন সেই ম্যাগাজিন খোলার সময়ে অসতর্ক থাকায় এই গুকি চালনার ঘটনা ঘটতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
তবে তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকরা এই গোটা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন সেই সাথে ঐখানে অন্য যে সব পুলিশকর্মী মোতায়েন ছিলেন তাদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। তবে এই মূহুর্তে সম্পুর্ণ ঘটনাটি ‘অ্যাক্সিডেন্টাল ফায়ার’ বা ‘অসর্কতায় চলা গুলি’র ঘটনা হিসেবেই মেনে চলছেন কলকাতা পুলিশের কর্তারা।