দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:কলকাতায় “শিক্ষক দিবস”উপলক্ষে হয়ে গেল হায়ার এডুকেশন এন্ড রিসার্চ সামিট,২০২১। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এন্ড ইন্টারন্যাশনাল বেনেভোলেনট রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। ২৯জন উপাচার্য,সহ উপাচার্য,অধ্যাপক,গবেষক, সমাজ সেবকদের হাতে লাইফটাইম সম্মাননা প্রদান করা হয়।
বিজ্ঞান গবেষণা,মৎস্যচাষ গবেষণা, শিক্ষায় অসামান্য এবং অনন্য অবদানের জন্য , নারীর ক্ষমতায়ন বিষয়ে সম্মাননা প্রদান করা হয়। নারীর ক্ষমতায়ন বিষয়ে ইন্দ্রাণী সেন, শিক্ষা গৌরভ সম্মান ২০২১ এ হিন্দু বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ রায়,ভারত শিক্ষা রত্ন ২০২১এ দেবী প্রসাদ নিয়োগী, করোনা অতিমারীতে দুঃস্থ অসহায়দের আহার্য, অক্সিজেন পরিষেবা দান,ছাএ ছাত্রীদের পড়াশোনার সামগ্রী দানের মতো সমাজসেবা কাজে অনন্য নজির সৃষ্টিকারী ড, সুরজিৎ কুমার ধর সম্মানিত হন এই দিনে।
২০২০সালে শিক্ষক সন্দীপ রায় এবং সুরজিৎ কুমার ধর কে প ব সরকার শিক্ষা রত্ন সম্মাননা প্রদান করেন। সর্বমোট ৩৬ জন কৃতি বঙ্গ সন্তান এই পবিত্র দিনে সম্মানিত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরনেসা গুহ মহাশয়া। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা এবং সমাপ্তি জাতীয় শিক্ষক দিবসকে ঐতিহ্ পূর্ণ করে তোলে।
কলকাতায় “শিক্ষক দিবস”উপলক্ষে হয়ে গেল হায়ার এডুকেশন এন্ড রিসার্চ সামিট ২০২১।

