দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : জীবন কাহিনী শোনাতে কলকাতায় চলে এলেন ‘সোনার ছেলে’।মঙ্গলবার অপরাহ্নে শহরে পা রেখেছেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী জ্যাভিলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভুরিভোজও সেরেছেন বাঙালি খাবারে। লুচি-আলুরদম,আলু-বেগুন ভাতে,চিংড়ির মালাইকারি, ভেটকির পাতুরি থেকে পাঁঠার মাংস কিছুই ব্যাড যায়নি ! টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম কোলকাতায় এলেন নীরজ।
আরও পড়ুন :ক্রিকেটকে বিদায় জানালেন লাসিথ মালিঙ্গা
বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে আপ্লুত নীরজ। অভিনব বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি ব্যক্তিগত বিভাগে অলিম্পিক্সে সোনা জিতেছেন। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের নজির নীরজের। চলতি বছরে ৭ অগাস্ট নীরজ টোকিও থেকে সোনা জিতেছিলেন। তারপর থেকে সংবর্ধনায় ভেসে বেড়াচ্ছেন।
সোনার আশা নিয়ে অলিম্পিক্সে যাইনি’ -জীবনের গল্প শোনাতে শোনাতে বলেই ফেললেন ‘সোনার ছেলে’ নীরজ। এরই ফাঁকে ঘরের ছেলে ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারী জানালেন-নীরজের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকতে পেরে গর্বিত ।