37 C
Kolkata
Monday, June 5, 2023
More

    নিউটাউনে ছুটবে অত্যাধুনিক ট্রাম পরিকল্পনায় হিডকো

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শতাব্দী প্রাচীন কলকাতার ট্রাম যখন হেরিটেজ ঠিক এর উলটো দিকে কলকাতা লাগোয়া নিউ টাউনে নতুন রূপে নতুন গতিতে ফিরছে ট্রাম। সম্প্রতি হিডকোর জারি করা এক টেন্ডারে এই জল্পনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রির সঙ্গে নারকেলবাগানের সংযোগ হিসাবে লাইট রেল ট্রান্সপোর্ট তৈরির প্রস্তাব করেছে হিডকো।

    এই টেন্ডারে উপরিউক্ত দুই জায়গার মধ্যে সম্পর্ক তৈরির জন্য উপযুক্ত গণপরিবহণ কী হতে পারে তা সমীক্ষা করার জন্য বিশেষজ্ঞ সংস্থার সাহায্য চাওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় LRT, রোপওয়ে বা পড পরিষেবার মধ্যে কোনটি উপযুক্ত হবে এবং তা তৈরিতে কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া যেতে পারে তাও জানতে চেয়েছে হিডকো। 

    হিডকোর টেন্ডার অনুযায়ী প্রাথমিক পর্বে ১০ কিলোমিটার মেইন লাইন ও ৩ কিলোমিটার ব্রাঞ্চ লাইন তৈরির প্রস্তাব রয়েছে। সেক্ষেত্রে হাতিশালা থেকে নারকেলবাগান পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ LRT তৈরি হতে পারে। সঙ্গে নারকেলবাগানের সঙ্গে LRT-র মাধ্যমে যুক্ত হতে পারে আমেটি বিশ্ববিদ্যালয়, মহিষবাথান ও শাপুরজি আবাসন। আর এই গোটা প্রকল্পটিই হবে PPP মডেলে।

    তবে অত্যাধুনিক এই ট্রাম মাটির ওপর দিয়েই চলবে। শুধু গুরুত্বপূর্ণ কিছু মোড়ে তা ফ্লাইওভারে উঠতে পারে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রামের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। তাছাড়া সামনে গাড়ি বা কোনও ব্যক্তি এসে পড়লে স্বয়ংক্রিয়ভাবেই ব্রেক কষে দাঁড়িয়ে পড়বে এই যান। ফলে দুর্ঘটনার সম্ভাবনাও কম।

    নতুন এই ট্রামের পথে থাকবে ছোটছোট স্টেশন। ট্রামের ভিতরেই থাকবে স্বয়ংক্রিয় টিকিট কাটার ব্যবস্থা। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো চালু হলেই নারকেলবাগানে নেমে LRT-তে করে কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাতিশালায়।  

    আগামী ৪০ বছরে অ্যাকশন এরিয়া থ্রিতে গাড়ির সংখ্যা কী হারে বাড়তে পারে তা সমীক্ষা করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে হিডকোর তরফে। বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যে যেহেতু হাতিশালায় জমি পেয়েছে একাধিক নামি তথ্যপ্রযুক্তি সংস্থা এবং অ্যাকশন এরিয়া থ্রিতেই মোনো রেলের জন্য হিডকোর ১৭ একর জমি রয়েছে তাই হিডকো চাইছে নতুন পরিবহন চালু করতে যাতে ব্যক্তিগত যান ব্যবহার কম করা যায়। নিউ টাউনের অন্যত্রও সব জমি সরকারের হাতেই। ফলে জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা এই প্রকল্পে নেই বললেই চলে। 

    বিশেষজ্ঞদের অনুমান ট্রামের জন্যে লাইন পাততে ৩ বছর লাগতে পারে। তার পর সুরক্ষাবিধি খতিয়ে দেখে চালু হবে পরিষেবা। অত্যাধুনিক ট্রামের কামরা আসবে বিদেশ থেকে। তাহলে অচিরেই নিউটাউনে কে অস্ট্রেলিয়া বা কিউবা বলে মনে হতেই পারে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃত পরিবারের সন্তানদের পাশে দাঁড়ালেন ভীরু।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ওড়িশার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শোকাহত সমগ্র বিশ্ব। টুইটার - ফেসবুকে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে ক্রীড়া ব্যাক্তিত্বরা।

    নতুন জার্সিতে নিজেকে রাজা মনে হবে : বিরাট কোহলি

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সম্প্রতি ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জার্সি ও অন্যান্য সরঞ্জামের দায়িত্ব নিয়েছে...

    করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা ! বিপদগ্রস্ত যাত্রীদের জন্য হেল্পলাইন চালু করল রেল

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা চালু করা হল হেল্প লাইন নম্বর। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য 033 2638...

    ‘আধা-চাঁদ’-এর খোঁজ পেলেন বিজ্ঞানীরা !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : 'আধা-চাঁদ'-এর খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আদতে এটি একটি গ্রহাণু। পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু আসলে এটি...

    ভয়াবহ দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস। মৃত্যু শতাধিক।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :উড়িষ্যার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস মৃত অন্তত ১০০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার...