দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বামফ্রন্ট, তৃণমূলের পর কলকাতা পুর নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৬৬টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। একাধিক ওয়ার্ডে বামেদের সঙ্গে প্রতিদ্বন্দিতায় গেল তারা। তৃণমূলত্যাগী দুই বিদায়ী কাউন্সিলরকেও টিকিট দিল কংগ্রেস। টিকিট না পেয়ে দলত্যাগ করেছেন পার্থ দে এবং মমতাজ বেগম। দু’জনকেই পুরসভার প্রার্থী ঘোষণা করা হল কংগ্রেসের তরফে।
একটি সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তালিকা একনজরে —–
২৮ নম্বর ওয়ার্ড- শাইনা জাভেদ
২৯ নম্বর ওয়ার্ড- প্রকাশ উপাধ্যায়
৩৫- ইন্দ্রানী পাল চৌধুরী
৪০- আশা মোহান্তি
৪৭- মহম্মদ আলি
৪৮- আশিস চট্টোপাধ্যায়
৫০- মানস সরকার
৫১- রবীন্দ্র সিং
৫৩- আকবর হাসান
৬১- সাজিদ ইসলাম
মোট ৮৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেও পিছিয়ে আসে কংগ্রেস। ১৭টি আসনের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত না হওয়ায়, ৬৬ জন প্রার্থী নাম ঘোষণা করা হয়