দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কলকাতা পুরভোটের ফলাফলে স্বস্তির নিশ্বাস ফেলল রাজ্যের শাসক দল তৃণমূল। সকাল থেকেই ট্রেন্ড একটাই , ছোট লাল বাড়ি এবার তৃণমূলেরই দখলে। শহরজুড়ে কার্যত সবুজ ঝড় উড়ছে। একসময় ছোট লাল বাড়ি ছিল বামেদের দখলে, তাদের ফল কেমন? ১০৩ নম্বর ওয়ার্ডে ৯২ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়। ৯২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআই প্রার্থী মধুচ্ছন্দা দেব। বামেদের ঝুলিতে ২টি ওয়ার্ড। অন্যদিকে ৩ টি আসন জিতে কোনো মতে মুখ রক্ষা বিজেপির।
চরম সন্ত্রাস আর ছাপ্পা ভোটের মধ্যেও অস্তিত্ব রক্ষায় সফল বিরোধীরা। ভোট শতাংশে বিজেপিকে টেক্কা দিল বামেরা। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মোট ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। ৩টি ওয়ার্ডে বিজেপি, বাম ২টি এবং কংগ্রেস জয়ী ২টি ওয়ার্ডে। নির্দল প্রার্থী জয়ী ৩টি ওয়ার্ডে। মোট ১৪৪ আসনের মধ্যে ৬৫ আসনে দ্বিতীয় স্থানে বামেরা। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি। ১৬ ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। নির্দল ৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে।