দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: মহামারী পরিস্থিতিতে দেশের যা অবস্থা তাতে করে অনেক ডাক্তার বাবুরাই তাঁদের চেম্বারে বসতে চাইছেন না। এছাড়া অনেক রোগীও ভয়ে চেম্বারে আসতে চাইছেন না। এবার এই দুই পক্ষের সমস্যার সমাধান করল কলকাতা পুরসভা এবং আইএমএ রাজ্য শাখার যৌথ উদ্যোগে তৈরি এই পোর্টাল।
এর পোশাকি নাম ‘ডাক্তারবাবু’। করোনা আবহে অনলাইনে রোগী দেখার জন্য এই নতুন ওয়েব পোর্টাল চালু হল রাজ্যে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে শহরের ৩৫ জন খ্যাতনামা ডাক্তারদের সঙ্গে সরাসরি ভার্চুয়াল চেম্বারে ভিজিট করতে পারবেন রোগীরা। তবে এর পরে আস্তে আস্তে তার সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হবে।
সপ্তাহের যে কোনো এক দিন টানা এক ঘন্টা এই ভার্চুয়াল চেম্বারেই রোগী দেখবেন তাঁরা। তবে রোগীদের সেক্ষেত্রে পোর্টালে গিয়ে আগে দেখে নিতে হবে যে কোন ডাক্তার কবে এই ভার্চুয়াল চেম্বারে বসছেন। সেই মতো নাম লেখাতে হবে তাদের।অর্থাৎ আগে ই-রেজিস্ট্রেশন করতে হবে। ডাক্তারের সঙ্গে ভিজিটের আগেই আপলোড করে দিতে হবে তার সমস্ত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার নথির স্ক্যান কপি।সেইমতো ডাক্তারবাবু তাঁকে ই-প্রেসক্রিপশন দেবেন। এই পুরো বিষয়টায় শুধুমাত্র নেট ব্যবহারের হবে। নেট ছাড়া আর অন্য কোনও অতিরিক্ত খরচ নেই। সবটাই সম্পূর্ণ বিনামূল্যে।
শনিবার এই বিশেষ পোর্টাল এর উদ্বোধন করেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি বলেন, “কলকাতার মানুষদের অনেকেই কোভিডের জন্য হাসপাতালে যাচ্ছেন না। কলকাতা পুরসভা ও আইএমএ-র এই উদ্যোগ মানুষ উপকৃত হবে।”
পাশাপাশি আইএমএ-এর পক্ষে চিকিৎসক শান্তনু সেন বলেন, “ফ্রি হলেও সব বিশিষ্ট চিকিৎসকরাই থাকবেন এই প্ল্যাটফর্মে। রোগীরা প্রেসক্রিপশন ডাউনলোড ও করতে পারবেন। টেস্ট রিপোর্ট ও দেখাতে পারবেন। তবে পুরসভা কর্তৃপক্ষের আশা, টক টু কেএমসির মতোই এই ডাক্তারবাবু পোর্টালটি ও জনপ্রিয় হবে মানুষের মধ্যে।