দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মহারাষ্ট্র নিবাস থেকে কলকাতার নতুন মেয়রের নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ বছরের জন্য কলকাতার মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার চেয়ারম্যান হলেন মালা রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের জয়ী ১৩৪ জন কাউন্সিলরকে অভিনন্দন জানান। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নতুন চেয়ারম্যানের নাম প্রস্তাব করেন। চেয়ারম্যান হিসাবে মালা রায়ের নাম প্রস্তাব করেন সুব্রত বক্সী। পুরসভার দলনেতা হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করেন বক্সী। প্রস্তাবে উঠে আসে সমর্থনের হাত।
কলকাতা পুরসভার ডেপুটি মেয়র হলেন অতীন ঘোষ। এছাড়াও ১৩ জন মেয়র পরিষদের সদস্য হলেন। তাদের মধ্যে নাম রয়েছে দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, বাবু বক্সী, আমিরুদ্দিন ববি, সন্দীপন সাহা, জীবন সাহা, রাম পিয়ারী রাম, অভিজিৎ মুখোপাধ্যায়, তারক সিং, মিতালী বন্দ্যোপাধ্যায়, জীবন সাহা, স্বপন সমাদ্দারের।
এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১৩৪ জন কাউন্সিলরকে আমার অভিনন্দন জানাচ্ছি। এই জয় শুধু মাত্র তৃণমূল কংগ্রেসের জয় নয়। তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। যেই দিন আমি তৃণমূল তৈরি করি, আমার একটা উদ্দেশ্য ছিল মা মাটি মানুষ। একটা আদর্শ, একটা কর্মধারা দিয়ে, একটা প্রাণধারা দিয়ে দলটা তৈরি করেছি। কুৎসা, চরিত্র হননের পরও মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সেই দাম দিতে হবে।