দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: শিক্ষক দিবস পালন এবং সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি-কে স্মরণ করতে সল্টলেকের ফুটপাতের পাঠশালায় অঙ্কন প্রতিযোগিতা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংস্থা “আলোর দিশারী”।
৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে, সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টায় এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো কলকাতার রাজপথ।
কলকাতার ফুটপাথে ও বস্তিতে জীবন যাপন করা শিশুদের শিক্ষার আঙিনায় ফেরানোই মূল লক্ষ্য আলোর দিশারী-র। শিক্ষক দিবসের এই মহৎ দিনে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং প্রণব মুখার্জি-কে হয়তো এর থেকে ভালো শ্রদ্ধাঞ্জলি আর হতে পারতো না।
জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর পুঁথিগত শিক্ষার পাশাপাশি মেধা অন্বেষণ করার লক্ষ্যে ফুটপাতে অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সেখ রাহানাতুল্লা (রানা) দীর্ঘ এক বছর যাবৎ ফেসবুক-কে হাতিয়ার করে বেশ কিছু সমমনোভাবাপন্ন মানুষকে এই মহৎ উদ্যোগে পাশে পেয়েছেন। তবে বলে রাখা ভালো এই উদ্দ্যোগের সাথে যারা জড়িত তাদের মধ্যে বেশিরভাগই ছাত্র-ছাত্রী। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবেলা করে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স-স্যানিটাইজার ব্যবহার করে এই মহৎ প্রচেষ্টা জারি রেখে চলেছেন তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরেন মাহাতো রাজ্য সম্পাদক আদিবাসী মুক্তি মঞ্চ,অজয় হেরা, শ্রীমন্ত তাঁতি, মমতা তাঁতি সহ বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোর দিশারী পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোমদত্তা বিশ্বাস, পাপিয়া খাতুন, খাদিজা খাতুন, আনিসা চৌধুরী, সানিউর রহমান, নাসিম গাজী, ইনজামাম হক,রাকেস খান, বাপ্পা সাপুই, ইয়াসিন আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাহানাতুল্লা।