দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
স্মার্টকার্ড রিচার্জের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। নিত্যযাত্রীরা অনলাইনেই কার্ড রিচার্জ করে নেন। তবে যাত্রী সুবিধার জন্য আরও সহজ হচ্ছে এই পরিষেবা। এবার মোবাইল অ্যাপ থেকে অনায়াসেই রিচার্জ করা যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য স্মার্টকার্ড রিচার্জ করা যাবে।
কলকাতা এবং ইস্ট ওয়েস্ট মেট্রোয় আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে অনলাইন স্মার্টকার্ড রিচার্জ পরিষেবা। যাত্রীরা ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকেই তাঁদের কার্ড রিচার্জ করে নিতে পারবেন। তাঁদের আর টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হবে না।
প্রথমে যাত্রীদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। দিতে হবে আপনার লোকেশনের তথ্য। বুকিং অপশনটিতে যান। সেখানেই খুঁজে পাবেন টপ আপ কার্ড অপশন। তাতে ক্লিক সঠিক মেট্রো কার্ড নম্বরটি টাইপ করুন। এবার কত টাকার রিচার্জ করতে চান, তা লিখে মোবাইল বা ই-মেলে দিন। পরের পেজটি খুলে গেলে অনলাইনে অথবা ডেবিট, ক্রেডিট বা ই-ওয়ালেট থেকে পেমেন্ট করুন। রিচার্জটি সম্পন্ন হয়েছে কি না, তা মেট্রো স্টেশনের CBCT মেশিন থেকে দেখে নিতে পারেন।