28 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    নারকেলডাঙায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছাগলপট্টি বস্তির ২৫টি সংসার

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার ভোর পাঁচটায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি। ক্যানাল ইষ্ট রোডের খালপাড়ের বস্তিতে আগুন লাগে। এদিন সকালে হঠাৎ আগুন লাগার দরুণ নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়দের দাবি, এলাকার একটি মিটার ঘর থেকে শর্ট সার্কিট হয়েই এই আগুন ছড়ায়। আগুন লাগার ফলে পুড়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি ও ঘর।

    প্রতক্ষদর্শীদের মতে বাঁশ ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ দিয়ে তৈরী ওই ঝুপড়ি গুলিতে আগুন কয়েক মিনিটের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। কোন কিছু বোঝার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বস্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। এবং ঘটনাস্থল পরিদর্শন করেন খোদ দমকলমন্ত্রী সুজিত বসু। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

    এক নিমেষে পর-পর পুড়ে ছাই হয়ে যায় ২৫টি ঝুপড়ি। সঙ্গে ২৫টি সংসারও।আগুন লাগার পর তা নেভানোর কাজে হাত লাগান ওই এলাকার মানুষ। পাক্কা দেড় ঘণ্টার চেষ্টায় অবশেষে আয়ত্ত্বে আসে আগুন। কিন্তু ততক্ষণে আগুনের রোশে শেষ হয়ে গেছে পরিবরগুলির শেষ সম্বলটুকুও। চোখের সামনে ভেঙে পড়েছে তাদের বহু কষ্টে গড়ে তোলা মাথার একফালি ছাদ।

    উল্লেখ্য, লকডাউনের জন্য স্থানীয়দের অনেকেই ঘরে চাল, খাবার মজুত করেছিলেন। আগুনের সেই লেলিহান শিখায় জলে পুড়ে একেবারে খাঁ খাঁ হয়ে গিয়েছে সব। বইপত্র, জামাকাপড়, এবং অতিকষ্টে জমানো সঞ্চয় হারিয়ে, একেবারে বোবা হয়েছেন বস্তির বাসিন্দারা। সব হারানোর যন্ত্রণা চোখে বসে ক্যানাল ইস্ট রোডের পুড়ে যাওয়া বস্তির বাসিন্দা সাহিদা বিবি, মহম্মদ ইমরানরা। কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে ‘আগুন লাগার কারণ নিয়ে তদন্ত হবে’ জানিয়েছেন দমকলমন্ত্রী।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...