দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দক্ষিণ কলকাতায় গলফ গ্রিনের কাছে সমাজগড়ের ভাড়া বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক উঠতি মডেলের। করোনার জেরে আতঙ্কেও আশঙ্কায় গৃহবন্দী গোটা বিশ্ব। কোনো কিছুতেই এই মারন রোগকে বশে আনা যাচ্ছে না। আর এই করোনার জেরে লকডাউন, আর লকডাউনের জেরে বন্ধ সব কাজ।এই লকডাউন কেড়েছে মানুষের পেটের ভাত, গোটা বিশ্বজুড়ে কেড়েছে কয়েক লক্ষ মানুষের জীবন। ঠিক এমনই ভাবে পরোক্ষ উপায়ে কোভিডই কেড়ে নিল এক উড়তি মডেলের জীবন।
উল্লেখ্য, এই মডেলের নাম বিথি মণ্ডল। এই তরুণী মূলত বিভিন্ন ইভেন্টে মডেলের কাজ করতেন। এরই সঙ্গে এয়ার হস্টেসের ট্রেনিংও নিচ্ছিলেন। কিন্তু লকডাউনে কোনও কাজ পাচ্ছিলেন না। পুলিশের অনুমান দীর্ঘ ৫ মাস ধরে কাজ না থাকায়, তার জেরেই মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন বিথি।
এই তরুণীর পৈত্রিক বাড়ি জয়নগরে। মডেল হওয়ার স্বপ্নেই তাঁর এই কলকাতা মহানগরে আসা। সমাজগড়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘লকডাউন শুরুর আগে একটি ইভেন্টে সুযোগও পেয়েছিলেন বিথি। কিন্তু করোনার জেরে সেটাও ক্যানসেল হয়ে যায়। বিমান সেবিকার কাজও তিনি পাননি। কারণ করোনার জেরে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে চাকরি প্রায় নেই বললেই চলে। সবমিলিয়ে হতাশাই বিথিকে গ্রাস করে বলে অনুমান তাদের৷
প্রসঙ্গত, এই রবিবার দুপুর গড়িয়ে যেতেও তরুণীর বাড়ির দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি প্রতিবেশীরা।এরপর পুলিশ এসে দরজা ভাঙলে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই তরুণীর দেহ।