দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জীবনের সবথেকে প্রিয় মানুষের জন্মদিন বলে কথা। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন শোভন চট্টোপাধ্যায়ের জন্মদিন। আর বিশেষ দিনে ঘরোয়াভাবে প্রিয় মানুষের জন্মদিন পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ শুধু তাই নয় সোশাল মিডিয়ায় বৈশাখী একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে শোভনের গালে চুম্বন করছেন তিনি ৷ সেই সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছেন ‘হ্যাপি বার্থডে মাই লাইফলাইন’৷ জন্মদিনে শোভন চট্টোপাধ্যায়ের হাতে উপহার তুলে দেন।