দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: এবার অতিমারির ছায়া পড়ল পিতৃতর্পনেও। মহালয়ার দিন দক্ষিনেশ্বর মন্দিরে তর্পনের নিষেধাজ্ঞা জারি করল মন্দির কতৃপক্ষ। প্রতিবছর মহালয়ার দিন লক্ষাধিক মানুষের ভিড় হয়। করোনা আবহে এত মানুষের ভিড় সামলানোর মত সুরক্ষা ব্যবস্থা নেই দক্ষিণেশ্বর কতৃপক্ষের।


উল্লেখ্য, আনলক ওয়ান শুরু হবার পর পরই ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। সে সময়ে যাতে মন্দিরের ভেতরে অধিক জমায়েত না হয় তার নিয়মাবলীতেও রদবদল করেছিল মন্দির কতৃপক্ষ। কিন্তু তর্পনের দিন সেই নিয়মাবলী মানা যাবে না বলে মনে করছেন মন্দির কতৃপক্ষ।
মহালয়ার দিন সামাজিক দুরত্ববিধি মানা যাবে না বলে মত মন্দির কতৃপক্ষের। সেই কারণেই এবছর মন্দিরের ঘাটগুলিতে তর্পন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিনেশ্বর মন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন তর্পন হলে সামাজিক দুরত্ব বজায় থাকবে না।আর যে পরিমাণ ভিড় হয় পুলিশের পক্ষে ও সামলানো মুশকিল হবে। তবে এইদিন শুধুমাত্র মন্দির খোলা থাকবে কিনা সে ব্যাপারে মন্দির কতৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
তবে সুত্রের খবর,ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকেও মন্দির কতৃপক্ষকে মহালয়ার দিন দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।