26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    করোনা যুদ্ধে হার মানলেন নৈহাটির বিধানচন্দ্র ‘পাঁচ টাকার ডাক্তার’

    দ্য ক্যালকাটা মিরর: নৈহাটিতে মাত্র পাঁচ টাকার চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন ডাক্তার হিরন্ময় ভট্টাচার্য। শুধু নৈহাটি নয় এর পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমাতেও ‘নৈহাটির বিধান রায়’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সামান্য অর্থে বা মাত্র পাঁচটাকা ভিজিটে দুঃস্থদের চিকিৎসা করতেন। লকডাউনের পর একেবারে সামনের সারি থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন হিরন্ময় ভট্টাচার্য।

    উল্লেখ্য, ক’দিন ধরেই তাঁর জ্বর ছিল। এরপর করোনা উপসর্গ নিয়েই রাতে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। সেখানে উপস্থিত চিকিত্‍সকরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁর অবস্থা সংকটজনক হয়ে উঠেছিল। এরপর সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পর পর দু’বার হার্ট অ্যাট্যাক হওয়ার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।

    পরিচিতরা জানাচ্ছেন সংক্রমণের ভয়ে শঙ্কিত না হয়েই নিয়মিত চেম্বারে বসতেন তিনি। তাঁর কাছ এসে কেউ ফিরে যেতেন না। এমনকি চেস্ট স্পেশালিস্ট হলেও জেনারেল ফিজিশিয়ান হিসাবে সাধারণ গরিব মানুষের কাছে তিনি ‘ভগবান’ তুল্য ছিলেন।

    তিনি চিকিত্সার পাশাপাশি আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের চিকিৎসক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, এই নিয়ে রাজ্যে করোনায় বলি হলেন বেশ কয়েকজন চিকিৎসক। অল্প কিছু দিন আগেই ব্যারাকপুর মহকুমারই শ্যামনগরে জনপ্রিয় চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...