দ্য ক্যালকাটা মিরর: নৈহাটিতে মাত্র পাঁচ টাকার চিকিৎসক হিসাবে পরিচিত ছিলেন ডাক্তার হিরন্ময় ভট্টাচার্য। শুধু নৈহাটি নয় এর পাশাপাশি গোটা ব্যারাকপুর মহকুমাতেও ‘নৈহাটির বিধান রায়’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। সামান্য অর্থে বা মাত্র পাঁচটাকা ভিজিটে দুঃস্থদের চিকিৎসা করতেন। লকডাউনের পর একেবারে সামনের সারি থেকে লড়াই চালিয়ে গিয়েছিলেন হিরন্ময় ভট্টাচার্য।
উল্লেখ্য, ক’দিন ধরেই তাঁর জ্বর ছিল। এরপর করোনা উপসর্গ নিয়েই রাতে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। সেখানে উপস্থিত চিকিত্সকরা আপ্রাণ চেষ্টা করলেও তাঁর অবস্থা সংকটজনক হয়ে উঠেছিল। এরপর সোমবার রাত সাড়ে দশটা নাগাদ পর পর দু’বার হার্ট অ্যাট্যাক হওয়ার মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর।
পরিচিতরা জানাচ্ছেন সংক্রমণের ভয়ে শঙ্কিত না হয়েই নিয়মিত চেম্বারে বসতেন তিনি। তাঁর কাছ এসে কেউ ফিরে যেতেন না। এমনকি চেস্ট স্পেশালিস্ট হলেও জেনারেল ফিজিশিয়ান হিসাবে সাধারণ গরিব মানুষের কাছে তিনি ‘ভগবান’ তুল্য ছিলেন।
তিনি চিকিত্সার পাশাপাশি আইএমএ রাজ্য শাখার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের চিকিৎসক মহলেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, এই নিয়ে রাজ্যে করোনায় বলি হলেন বেশ কয়েকজন চিকিৎসক। অল্প কিছু দিন আগেই ব্যারাকপুর মহকুমারই শ্যামনগরে জনপ্রিয় চিকিৎসক প্রদীপ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়েছে।