26 C
Kolkata
Friday, June 9, 2023
More

    করোনায় মৃত সদস্যের দেহ পাবে পরিবার, তবে মানতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত কাল কলকাতা হাইকোর্ট জানিয়েছে করোনায় মৃত ব্যক্তির দেহ পরিবারের হাতে তুলে দিতে পারবে হাসপাতাল কতৃপক্ষ। কোর্ট জানিয়েছে চিকিৎসাবিজ্ঞানে নির্ধারিত শোধন পদ্ধতি মেনে দেহ জীবাণুমুক্ত করার পর তা তুলে দেওয়া যাবে পরিবারের হাতে। তবে সেক্ষেত্রেও মানতে হবে আরও একগুচ্ছ নির্দেশিকা।

    গত মাসের মাঝামাঝি কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। সেই পিটিশনে লেখা হয় করোনায় মৃতদের দেহ যথাযোগ্য সম্মানের সঙ্গে সৎকার হচ্ছে না। সেই পিটিশনে কারণ ও যুক্তি দেখিয়ে তাদের অভিযোগ নিয়ে দাবিও করা হয়। গতকাল সেই মামলার রায়ে আদালত জানিয়েছে, করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশিকা মেনে চলতে হবে।

    কী রয়েছে সেই বিশেষ নির্দেশিকাতে:

    ক) ময়নাতদন্তের প্রয়োজন না হলে তবেই করোনায় মৃত ব্যক্তির দেহ পরিবারকে দেওয়া যাবে।

    খ) একমাত্র ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী, বাবা বা মায়ের মতো ঘনিষ্ঠ আত্মীয়কেই মরদেহ হস্তান্তর করতে হবে।

    গ) দেহ রাখতে হবে বিশেষ শবদেহবাহী ব্যাগে। তার মুখের দিকটা স্বচ্ছ প্লাস্টিকের হতে হবে।

    ঘ) এমনকি মরদেহ ব্যাগে রাখার পর ব্যাগের বাইরের দিকটা যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে।

    ঙ) শবদেহ বাড়ি বা জনবহুল যায়গায় নেওয়া যাবে না। হাসপাতাল থেকে সোজা নিয়ে যেতে হবে শ্মশানে।

    চ) শবদেহ যাঁরা বহন করবেন তাঁদের করোনা প্রতিরোধী উপকরণ (PPE) ব্যবহার করা বাধ্যতামূলক।

    ছ) শ্মশানে দেহ পৌঁছনোর পর সেই শবদেহবাহী গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

    জ) শবদেহ যাঁরা সৎকার করবেন তাঁদেরও উপযুক্ত সুরক্ষা নিতে হবে।

    ঝ) শবদেহকে কেন্দ্র করে শ্মশানে সামাজিক ও ধর্মীয় আচার পালন করা যাবে। তবে খালি হাতে দেহ ছোঁয়া যাবে না।

    ঞ) পরিজনরা চাইলে শবদেহবাহী ব্যাগের মুখটি খুলে মৃত ব্যক্তির মুখ দেখার সুযোগ করে দিতে হবে। দেহ সৎকার শুরু আগে এই কাজটি করবেন সৎকারের কাজে নিযুক্ত কর্মীরা।

    ট) সৎকার শেষে সৎকারে যুক্ত কর্মীদের হাত পা ও PPE স্যানিটাইজ করতে হবে।

    ঠ) শ্মশানে অহেতুক ভিড় করা যাবে না।

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই নির্দেশিকার পাশাপাশি রাজ্য সরকার বা সংশ্লিষ্ট পুরসভা বেশ কিছু অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা আরোপ করতে পারে। জনসুরক্ষার কথা মাথায় রেখে সেই সুযোগ বহাল রাখল হাইকোর্ট।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...