দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সময় বদলেছে, তার সাথে সাথে যুগ-প্রজন্ম সবই বদলেছে। কিন্তু সময় যতই ডিজিটাল হোক না কেন, বই যতই পিডিএফে পড়া হোক না কেন, হাতে নিয়ে পাতা উল্টে বই পড়ার আমেজটা কি আর ডিজিটাল বইতে অনুভত হওয়া সম্ভব!
বইয়ের প্রতি মানুষের এই আত্মিক যোগাযোগকে আরও সুদৃঢ় করতে এবার উদ্দ্যেগ নিলেন কলকাতা ট্রাম কর্তৃপক্ষ। বই প্রেমীদের জন্য এবার চলন্ত ট্রামেই লাইব্রেরী খোলার সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন নিগম। এই উদ্যোগটির নাম ‘বুকস অন হুইলস’।
ট্রাম পারিষদ সূত্রে খবর, আপাতত এই ট্রামগুলির রুট ঠিক করা হয়েছে এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজার পর্যন্ত। উল্লেখ্য এই বিশেষ ট্রামে যেমন থাকবে হরেক করমের গল্পের বই তেমনি থাকবে আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার বইও, থাকবে ই-বুকের ব্যবস্থা আর তার সঙ্গে থাকবে ওয়াই-ফাইয়ের সুবিধাও।
রাজ্য পরিবহণ নিগম তরফে বলা হয়েছে ‘‘পড়ুয়াদের ট্রামযাত্রায় উৎসাহী করে তোলার পাশাপাশি বইপাড়ার সঙ্গে ট্রামের যোগাযোগের দিকটি তুলে ধরাও এই পরিকল্পনার উদ্দেশ্য।’’ ইতিমধ্যেই রাজ্য পরিবহণ নিগমের উদ্যোগে চলন্ত ট্রামে রেস্তরাঁ যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এ বার বইপাড়া দিয়ে যাতায়াতের পথে বই পড়ার সুযোগ যাত্রীরা হাতছাড়া করবেন না বলেই আশা করছেন ট্রাম কোম্পানির কর্তারা।
এই বিশেষ ট্রাম ল্রাইবেরীর জন্য যাত্রীদের কোনো অতিরিক্ত ভাড়া দিতে হবে না, আপাতত এসি ট্রামের ভাড়ার দামেই যাত্রীরা উপভোগ করতে পারবেন এই পরিষেবা। ইতিমধ্যে নিউ নরম্যাল ৪- এ বালিগঞ্জ-টালিগঞ্জ, রাজাবাজার-হাওড়া সেতু, গড়িয়াহাট-এসপ্লানেড এবং শ্যামবাজার-হাওড়া রুটে শুরু হয়েছে এই ট্রাম পরিষেবা। ট্রাম রেঁস্তোরার মতো ট্রাম ল্রাইবেরী, যাত্রীদের কাছে কতটা জনপ্রিয়তার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তারই অপেক্ষায় ট্রাম মালিকেরা।