দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গত ১8 তারিখ থেকে খুলে গিয়েছে কোলকাতা মেট্রো। ই-পাস সহ একগুচ্ছ করোনা বিধি মেনেই যাত্রী চলাচল করছে। কিন্তু দিনে দিনে যাত্রীর চাপ বাড়ছে। আর এবার তাই যাত্রীর চাপ সামলাতে পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে নর্থ-সাউথ মেট্রোয় বাড়বে পরিষেবা। সঙ্গে রাতেও পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশ ও রাজ্য জুড়ে করনা মহামারী ঠেকানোর উদ্দেশ্যে অনুসৃত লকডাউনে প্রায় ৬ মাস ব্যাপী মেট্রো পরিষেবা বন্ধ থাকার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। মেট্রো কর্তাদের মতে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে মেট্রোয় চড়তে হলেও ভিড়ের চাপ সামলানো মুশকিল হচ্ছে। তাই এই পরিষেবা পুনরায় শুরুর ১০ দিনের মধ্যেই নতুন করে সময়সীমা সহ অন্যান্য বিষয়ের পরিবর্তণের সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বর সোমবার থেকে সারাদিনে মোট ১১৬টি ট্রেন চলবে। নতুন করে ৬ টি ট্রেন বাড়ানো হলো। অফিসের সময় ১০ মিনিট ও অন্য সময় ১৫ মিনিট অন্তর ট্রেন চলছিল, যদিও সেটা অপরিবর্তিত থাকছে। শেষ ট্রেন ছাড়ার সময় রাত ৮টা থেকে বাড়িয়ে ৮.৩০ করা হয়েছে। এছাড়াও দুই প্রান্তিক স্টেশন থেকেই শেষ ট্রেন ছাড়ার সময় রাত ৭.৩০।
৬ টি ট্রেন ও শেষ ট্রেনের সময় বাড়ানোয় হুড়োহুড়ি ও অহেতুক ভিড় সামলানো সহজ হবে বলেই মেট্রো কর্তৃপক্ষের দাবি। এছাড়াও মেট্রো আধিকারিকদের মতে যাত্রী পরিষেবা বৃদ্ধিতে দূরত্ব বজায় রেখে যাতায়াত করতে পুজোর আগে এই পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত খুবই বাস্তবিক ও ফলপ্রসূ প্রমাণিত হবে।