দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:বর্তমান পরিস্থিতি ছোট ছোট ছেলেমেয়েরাই সবথেকে বেশি সমস্যাড় মধ্যে রয়েছে। তবে পুজোর মরশুমে ছোটদের বিনোদন পেতে যে আর অপেক্ষা করতে হবে না, তা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি মতই ২রা অক্টোবর থেকে রাজ্যের সব চিড়িয়াখানা খুলে দেওয়া হচ্ছে। এবার তার জন্য ই-টিকিট বুকিংয়ের দিনও নির্দিষ্ট করে দিলেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জানানো হয়েছে, আর মাত্র ৭ দিনের ব্যবধানে ৩০ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় প্রবেশের ই-টিকিট বুকিং। প্রসঙ্গত, বুধবার থেকেই খুলে গিয়েছে রাজ্যের সমস্ত অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ইকো-টুরিজ্যম পার্ক। এবার চিড়িয়াখানা খোলার অপেক্ষা সকলেরই।


যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছিল যে প্রতিদিন ৫ হাজারের বেশি দর্শকের অনুমতি দেওয়া হবে না। তাই করোনার যাবতীয় গাইডলাইন মেনেই চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর।
এবার আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত জানালেন, বন দফতরের নির্দেশ অনুযায়ী, করোনা আবহে টিকিট বুকিং হবে পথদিশা মোবাইল অ্যাপ বা অনলাইনে। তাই অ্যাপ মারফত টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটিতে অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে।
বুকিং এর ব্যাপারে কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য আলিপুর চিড়িয়াখানার ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে। তাই সেখানে নজর রাখলেই চলবে। দর্শক প্রবেশের জন্য দু’টি গেটেই ই-টিকিট স্ক্যান করানোর ব্যবস্থা রাখা হচ্ছে। ই-টিকিট স্ক্যান করে তবেই ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যাবে।