দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লরীর ধাক্কায় সংসার গড়ার আগেই সব স্বপ্ন পথেই ঝরে পড়ল হবু দম্পতি’র। আইটি কর্মী তরুণ -তরুণী আজ আর বাড়ি ফিরবেন না। নিউটাউনে প্রাণঘাতী দুর্ঘটনায় শনিবার রাতেই স্বপ্ন শেষ হল দীপায়ন মুখার্জী ও মেধা পালের। প্রত্যক্ষদর্শীদের মতে স্কুটি করে সল্টলেকের দিক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের নীচে এই দুর্ঘটনা ঘটে।
বিধান নগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। জানা যায়, মৃত যুবকের নাম দীপায়ন মুখার্জি। মৃত আইটি কর্মী ভালো ক্রিকেটার ছিলেন। তিনি বরাহ নগর স্পোটিং ক্লাবের ক্রিকেট দলের ক্যাপ্টেন। তরুণীর নাম মেধা পাল। তিনিও আইটি কর্মী। তরুণের বাড়ি বরাহ নগর ও তরুণীর বাড়ি বিরাটি তে। তরুণী ব্যাঙ্গালোরে কর্মরত ছিল বলে পরিবার সূত্রে খবর। লকডাউনের কারণে বাড়িতে এসেছিলেন। বাড়ি থেকেই কাজ চলছিল “ওয়ার্ক ফর হোম” নিয়মে। কিন্তু শনিবার রাতে ডিনারে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক থেকে চিনারপার্কের দিকে যাওয়ার সময় বিশ্ববাংলা গেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি পুলিশ অ্যাম্বুলেন্স করে দুজনকেই বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই স্কুটির পিছনে একটি লরি তীব্রগতিতে আসছিল। সেই লরিটিই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
ধাক্কা’র অভিঘাতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে। ধাক্কা মারার পর লরিটি পালিয়ে যায়। ঘাতক লরির খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ। পরিবারের সূত্রের খবর সামনের বছর দুজনের বিয়ে হওয়ার কথা ছিল। নিয়ম প্রতি শনিবার দুজনে ঘুরতে বেরোত, খাওয়া দাওয়া করতো। আড্ডা শেষে রাতে নিজের নিজের বাড়ি ফিরতেন তাঁরা। শনিবার রাতে আর বাড়ি ফেরা হয় নি তাঁদের। বাড়ি ফেরাও হবে না তাঁদের, সংসারের স্বপ্ন তাঁদের রক্তের সঙ্গে মিশে পড়ে থাকল নিউটাউনের রাস্তায়।