দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অবশেষে কাজে যোগ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। করোনা সংক্রমণ কে লড়াইয়ে হারিয়ে, বীরের মতই। বুধবার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে নিজেই জানালেন সে কথা। সেইসাথে তিনি এও জানিয়েছেন যে, সংক্রমণের শেষ কয়েক সপ্তাহ বাড়িতে থেকেই অফিসের কাজ সামলিয়েছেন। তাঁর সেই লড়াই চলাকালীন অবস্থায় যারা যারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতার নগরপাল।
উল্লেখ্য গত ১০’ই সেপ্টেম্বর পুলিশ কমিশনার অনুজ শর্মার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে সে সময় তিনি উপসর্গহীন ছিলেন। গায়ে সামান্য জ্বর থাকায় সন্দেহের বশে করোনা পরীক্ষা করিয়েছিলেন। আর রিপোর্টই পজিটিভ আসার পর থেকেই একেবারে হোম আইসোলেশনে ছিলেন কলকাতার নগরপাল।
প্রসঙ্গত, কলকাতায় করোনা সংক্রমণ রুখতে কলকাতা পুলিশ একদম প্রথম সারিতে দাঁড়িয়েই লড়াই করছে। ইতিমধ্যে, করোনা আক্রান্ত হয়ে কলকাতা ও রাজ্য পুলিশের একাধিক আধিকারিক ও কর্মীর মৃত্যু হয়েছে। এই মারণ ভাইরাসের কবলে থানার পর থানায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তার মধ্যেও প্রথম সারিতে দাঁড়িয়ে মানুষের সুরক্ষায় লড়াই চালিয়ে গিয়েছে পুলিশকর্মীরা।
এখনও রাজ্যের বহু পুলিশকর্মী করোনার সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি হরিদেবপুর থানার এএসআই তুষারকান্তি কুলে করোনার সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে বেনিয়াপুকুর থানার ওসি অলক সরকারের মতো অনেকেই জয় করেছেন এই মারণ ভাইরাসকে এই যেমন জয় করে ফিরলেন ‘সেনাপতি’ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জি।